উপদেষ্টাকে জড়িয়ে গুজব ও দেশটিভির বিভ্রান্তিকর শিরোনাম শনাক্ত : বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১০:৪৬
ছবি: বাংলাফ্যাক্ট

ঢাকা, ৪ জুন, ২০২৫ (বাসস): উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জড়িয়ে গুজব এবং দেশটিভির বিভ্রান্তিকর শিরোনাম শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট জানায়, ‘উপদেষ্টা আসিফ মাহমুদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি গুজব ছড়িয়ে পড়েছে। সেখানে বলা হয়েছে, তাঁর বাবার বাড়িতে ১২শ বস্তা চাল পাওয়া গেছে। বাংলাফ্যাক্টসহ বিভিন্ন ফ্যাক্টচেক প্রতিষ্ঠান দেখিয়েছে যে দাবিটি ভুয়া এবং চাল পাওয়ার ঘটনাটি চাঁদপুরের, যার সঙ্গে উপদেষ্টা আসিফের পরিবারের কোনো সংশ্লিষ্টতা নেই। আসিফ মাহমুদ এ-সংক্রান্ত একটি ফ্যাক্টচেক পোস্ট শেয়ারও দিয়েছেন। কিন্তু দেশটিভি এমনভাবে শিরোনাম দিয়েছে, যা আলোচ্য গুজবটির পালে হাওয়া দেয়।’

বাংলাফ্যাক্ট আরো জানায়, গণমাধ্যমটি শিরোনামে লিখেছে ‘বাড়িতে মিলল ১২শ বস্তা চাল, যা বললেন আসিফ মাহমুদ’। এখানে কার বাড়িতে মিলেছে, সে তথ্য উল্লেখ না করে শিরোনামের দ্বিতীয় অংশে আসিফ মাহমুদের নাম জড়িয়ে এবং ফটোকার্ডে তাঁর ছবি দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। দেশটিভির ফেসবুক পেইজে করা পোস্টটির কমেন্ট সেকশনেও সেই বিভ্রান্তির প্রমাণ মেলে। যেকোনো গুজব ব্যাপকভাবে ছড়ানোর পর সেটি স্পষ্টভাবে তুলে না ধরে উল্টো বিভ্রান্তিকর শিরোনাম ও ফটোকার্ড তৈরির ফলে গুজবটি আরো বিস্তৃত হবার আশঙ্কা তৈরি হয়।

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে শনাক্ত হয় যে, ‘উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি থেকে ১২শ বস্তা চাল উদ্ধারের দাবিটি ভুয়া, বিভ্রান্তিকর ও মিথ্যা।’

বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি থেকে ১২শ বস্তা চাল উদ্ধার করা হয়েছে এবং সেসময় তাঁর বাবা পুলিশকে ঘুষ দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন। বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার এক ইউনিয়ন পরিষদ সদস্যের বাড়ি থেকে ১৬ বস্তা চাল উদ্ধারের ঘটনার।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম আরো জানায়, এ ঘটনায় আটক মো. হুমায়ুন কবির উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে নিয়মিত কাজ করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপ ও অসত্য তথ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সভা অনুষ্ঠিত
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের স্বস্তি প্রকাশ
শেখ হাসিনার ফাঁসির রায়ে কচুয়ায় আনন্দ মিছিল
ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি : ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে
জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেফতার
জলবায়ুজনিত ক্ষতিপূরণ তহবিল ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে হবে : ফরিদা আখতার
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
বরগুনার সাবেক এমপি মতিয়ার রহমান আর নেই
১০