বিপিএলে ছক্কার নয়া রেকর্ড

বাসস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ২০:০২ আপডেট: : ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:৪৪

ঢাকা, ৬ জানুয়ারি ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড হয়েছে।

আজ থেকে শুরু হওয়া সিলেট পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলো রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। এ ম্যাচে সর্বমোট ছক্কা হয়েছে ৩১টি। বিপিএলের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড এটি।

এর আগে সর্বোচ্চ ২৯টি ছক্কা হয়েছে দু’বার, দুই ম্যাচে। ২০২৩-২৪ মৌসুমে চট্টগ্রামের ভেন্যুতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচে ২৯টি ছক্কা হয়েছিলো।

এবার চলতি আসরের উদ্বোধনী ম্যাচে মিরপুরে ২৯ ছক্কা হাঁকায় ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। ঐ দুই ম্যাচের নজির ভেঙে এবার বিপিএলের এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড গড়লো রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান করে সিলেট স্ট্রাইকার্স। তাদের ইনিংসে ১৬টি ছক্কা ছিলো।

জবাবে ইংল্যান্ডের এ্যালেক্স হেলসের সেঞ্চুরিতে এক ওভার বাকী থাকতে ২ উইকেট হারিয়ে ২১০ রান তুলে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর। এই ইনিংসে ১৫টি ছক্কা মারেন রংপুরের ব্যাটাররা।

ম্যাচে সর্বোচ্চ ৭টি করে ছক্কা মারেন হেলস ও সাইফ হাসান। ১০টি চার ও ৭টি ৫৬ বলে অপরাজিত ১১৩ রান করেন হেলস। ৩টি চার ও ৭টি ছক্কায় ৪৯ বলে ৮০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সাইফ। দ্বিতীয় উইকেটে ১০১ বলে ১৮৬ রানের জুটিতে রংপুরের জয়ে বড় অবদান রাখেন হেলস ও সাইফ।

বিপিএলে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার তালিকা :

সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স- ৩১ ছক্কা, সিলেট, ২০২৪-২০২৫

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স- ২৯ ছক্কা, চট্টগ্রাম, ২০২৩-২০২৪        

ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী- ২৯ ছক্কা, মিরপুর, ২০২৪-২০২৫

ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও সিলেট রয়্যালস- ২৭ ছক্কা, মিরপুর, ২০১২-২০১৩

ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স- ২৭ ছক্কা, চট্টগ্রাম, ২০২২-২০২৩

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স- ২৭ ছক্কা, সিলেট, ২০২২-২০২৩

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২ কার্গো এলএনজি, ৩ কোটি ৩০ লাখ লিটার ভোজ্যতেল, ৫০ হাজার টন চাল কিনবে সরকার
নেপাল সফরে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ জিততে চায় বাংলাদেশ নারী দল
পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে ১৫ দিনের মধ্যে প্রস্তাব দেওয়ার অনুরোধ
শুল্ক বৃদ্ধি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণের দরজা খুলে দিতে পারে: ডব্লিওটিও
সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে : জামায়াত আমির
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে
বাংলাদেশে গণতন্ত্র বার বার হোঁচট খেয়ে একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিলো: অধ্যাপক আলী রীয়াজ
ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে বাংলাদেশ সরকারের দেওয়া সহায়তা দু’দেশের আস্থা ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে : সেনাসদর
বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অগ্রগতিতে সন্তুষ্ট আইএমএফ 
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের আলোচনা
১০