ঢাকাকে হারিয়ে টানা পঞ্চম জয় রংপুরের

বাসস
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:৪১ আপডেট: : ০৭ জানুয়ারি ২০২৫, ১৯:০৫

ঢাকা, ৭ জানুয়ারি ২০২৫ (বাসস) : বোলারদের দারুণ নৈপুণ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসরে টানা পঞ্চম ম্যাচ জিতেছে রংপুর রাইডার্স। আজ নিজেদের পঞ্চম ম্যাচে রংপুর ৭ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালসকে। ৫ ম্যাচের সবগুলোতেই জিতলো রংপুর। অপরদিকে চার ম্যাচ খেলে এখনও জয়ের মুখ দেখেনি ঢাকা ক্যাপিটালস। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে ঢাকা ক্যাপিটালসকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর। ব্যাট হাতে নেমে ঢাকাকে ৩ ওভারে ২৮ রানের শুরু এনে দেন দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জেসন রয়। চতুর্থ ওভারের শুরুতে আকিফ জাভেদের বলে আউট হন ৩টি চারে ১৪ রান করা সোহান। 

পাওয়ার প্লের সুবিধা কাজে লাগাতে রয়ের সাথে রানের গতি ধরে রাখেন তিন নম্বরে নামা তানজিদ হাসান। দ্বিতীয় উইকেটে ১৮ বলে ২৬ রানের জুটি গড়েন তারা।

পাওয়ার প্লেতে ঢাকাকে ৫৪ রান এনে দিয়ে ৮ রানের ব্যবধানে সাজঘরে ফিরেন রয় ও তানজিদ।

২টি চার ও ১টি ছক্কায় ১২ বলে রয় ১৮ এবং ৩টি চার ও ১টি ছক্কায় ১৬ বলে ২০ রান করেন তানজিদ।

প্রথম তিন ম্যাচে ওপেনার হিসেবে ৩৩ রান করা লিটন এবার ব্যাট হাতে চার নম্বরে নামেন। ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি তিনি। রংপুরের পেসার নাহিদ রানার প্রথম শিকার হয়ে ৯ রানে আউট হন লিটন। 

লিটনের মত মিডল অর্ডারের অন্য ব্যাটাররাও ব্যর্থ হয়েছেন। এবারের আসরে প্রথম খেলতে নেমে সাব্বির রহমান ২ ও মোসাদ্দেক হোসেন ১২ এবং আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অধিনায়ক থিসারা পেরেরা খালি হাতে ফিরেন। ফলে ৯৮ রানে ৮ উইকেট হারায় ঢাকা। 

তবে আলাউদ্দিন বাবুর ১৬ রানের সুবাদে ১’শ রানের গন্ডি পেরোতে পারে ঢাকা। শেষ পর্যন্ত ১৬.৩ ওভারে ১১১ রানে অলআউট হয় ঢাকা। 

বল হাতে রংপুরের রানা ২১ রানে ৩টি, আকিফ ও খুশদিল শাহ ২টি করে উইকেট নেন। স্পিনার মাহেদি হাসানের ঝুলিতে ছিলো ১ উইকেট। এই শিকারে রংপুরের জার্সিতে সর্বোচ্চ ৩৮ উইকেটের মালিক এখন মাহেদি। ৩৭ উইকেট নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেছেন দলটি শিরোপা জয়ী সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 

১১২ রানের জবাবে চতুর্থ ওভারেই উইকেট হারায় রংপুর। ৫ রানে থামেন ওপেনার আজিজুল হাকিম। দ্বিতীয় উইকেটে ৩০ বলে ৪৪ রানের ঝড়ো জুটি গড়েন আরেক ওপেনার অ্যালেক্স হেলস ও সাইফ হাসান। বড় ইনিংসের আভাস দিয়ে ১১ রানের ব্যবধানে সাজঘরে ফিরেন তারা। 

৪টি চার ও ৩টি ছক্কায় ২৭ বলে ৪৪ রানে আউট হন গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সেঞ্চুরি হেলস। সাইফ থামেন ১৩ রানে। সিলেটের বিপক্ষে ১০১ বলে ১৮৬ রানের জুটি গড়েছিলেন হেলস ও সাইফ।

দলীয় ৭২ রানের মধ্যে হেলস ও সাইফ ফেরার পর চতুর্থ উইকেটে ২১ বলে অবিচ্ছিন্ন ৪১ রান করে রংপুরের জয় নিশ্চিত করেন পাকিস্তানের দুই ব্যাটার ইফতিখার ও খুশদিল। 

৪টি চার ও ১টি ছক্কায় খুশদিল ১৩ বলে অপরাজিত ২৭ এবং ইফতিখার ৯ রানে অপরাজিত থাকেন। 

২১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রংপুরের রানা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০