বাসস
  ০৮ জানুয়ারি ২০২৫, ২০:৪৭

লামায় ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’- শীর্ষক আলোচনা 

লামায় ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’- শীর্ষক আলোচনা। ছবি: বাসস

বান্দরবান, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস): তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতা মূলক বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে জেলার লামা তথ্য অফিসের উদ্যোগে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’- শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে লামা উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলার নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রূপায়ন দেব। 

এতে বিশেষ অতিথি ছিলেন কৃষি অফিসার মো. আশরাফুজ্জামান, মৎস্য অফিসার আব্দুল্লা হিল মারুফ, এলজিইডি প্রকৌশলী আবু হানিফ, সহকারী প্রোগ্রামার সুব্রত দাশ, শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস ও পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন ।