৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে গবেষণাপত্র পাঠ ও আলোচনাসভা

বাসস
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ২২:২৮

ঢাকা, ৯ জানুয়ারি, ২০২৫(বাসস) : বাংলাদেশে ভাস্কর্যের বিকাশ ও বিবিধ চর্চার ওপর আলোকপাত করতে গবেষণাপত্র পাঠ ও আলোচনাসভার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

এদিকে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় একাডেমি মিলনায়তনে চলছে ৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য  প্রদর্শনী-২০২৪।   

শুক্রবার বেলা ৩টা ও ৫.১৫ টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশে আধুনিক ও সাম্প্রতিক সময়ের ভাস্কর্য চর্চার গতিবিধি হাইলাইট করে দুটি পৃথক আলোচনাসভা আয়োজিত হবে। 

এতে আধুনিকতার নির্মাণে বাংলাদেশে আধুনিক ভাস্কর্য শিল্পের পথিকৃৎ নভেরা আহমেদ-এর কেন্দ্রীয় ভূমিকা এবং পরবর্তীকালে সমসাময়িক ধারাসমূহের আওতায় নানামুখী চর্চার একটি জরিপ তুলে ধরা হবে। 

বিকেল ৩ টায় প্রথম পর্বের বিষয় ‘ভাস্কর্য: আধুনিকতার প্রাথমিক পর্ব ও নভেরার উত্থান’। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সাহিত্য পত্রিকা প্রতিধ্বনির সম্পাদক কবি ও লেখক সাখাওয়াত টিপু। 

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক ও গবেষক রেজাউল করিম সুমন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক, শিল্পী ও গবেষক দীপ্তি দত্ত।

‘ভাস্কর্য : সাম্প্রতিক নির্মাণ ও বিনির্মাণ’-এ বিষয় নিয়ে বিকেল ৫.১৫ টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্বের আয়োজন। 

এই পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক ও সভাপতি ভাস্কর ইমাম হোসেন (সুমন)। 

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে বিজিবির প্রচেষ্টায় দেশে ফিরলো সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশির লাশ
তারুণ্যের উৎসব : চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ
গাজায় ইসরাইলি হামলা নিহত ২০
পিরোজপুরে অস্ত্রসহ এক ইউপি সদস্য গ্রেফতার
উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব
উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব
ক্লাব কাপের সেমিফাইনালে চেলসি ও ফ্লুমিনেন্স
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে ৭০ হাজার একর এলাকায়
পারভেজ-হৃদয়ের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২৪৮ রান
১০