বাসস
  ১৭ জানুয়ারি ২০২৫, ১৭:০৩
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১৮:০৩

বাংলাদেশের উন্নয়নে প্রবাসীরা অগ্রণী ভূমিকা রাখছে : রাষ্ট্রদূত মনিরুল

তাসখন্দে বাংলাদেশ দূতাবাসের উদ্যেগে মতবিনিময় সভা। ছবি: বাসস

ঢাকা, ১৭ জানুয়ারী, ২০২৫ (বাসস) : উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের উন্নয়নে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খবর তথ্য বিবরণীর। 

গতকাল বৃহস্পতিবার তাসখন্দে বাংলাদেশ দূতাবাসের উদ্যেগে ‘বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি : প্রবাসীদের ভূমিকা ও অবদান’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। 

বাংলাদেশ তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস এ অনুষ্ঠানের আয়োজন করে।

উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশি প্রবাসীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা প্রবাসে তাদের কর্মজীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। 

বাংলাদেশি প্রবাসীরা নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের সর্বাত্মক প্রচেষ্টা ও প্রতিশ্রুতির কথা দৃঢ়তার সাথে ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত ড. ইসলাম বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে  উজবেকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে প্রবাসীদের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম নিয়ে তৈরি একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। উজবেকিস্তানের জনপ্রিয় ব্যান্ড সংগীত দল ‘হাবাস গ্রুপ’ বাংলাদেশের দেশাত্মবোধক ও লোকসংগীত পরিবেশন করলে উপস্থিত সকলেই তাদের পরিবেশনায় মুগ্ধ হন। 

একই দিন বাংলাদেশ দূতাবাস ও উজবেকিস্তান রাইটার্স ইউনিয়নের যৌথ উদ্যোগে কবিতা আবৃত্তি ও সাহিত্য বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে প্রতিযোগিরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ উজবেকিস্তানের বিখ্যাত কবি, সাহিত্যিক ও লেখকের কবিতা পাঠ, অনুবাদ ও তাদের জীবন ও কর্মের ওপর ভিত্তি করে তৈরি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় রাষ্ট্রদূত দু’দেশের তরুণ প্রজন্মের লেখক, কবি ও সাহিত্যিকদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ব্যাপারে উপস্থিত অধ্যাপক, গবেষক ও শিক্ষাবিদসহ সকলের সহযোগিতা কামনা করেন।

সপ্তাহব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগিদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে তাসখন্দে আয়োজিত বাংলাদেশ তারুণ্যের উৎসব অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।