তারুণ্যের উৎসব, লক্ষ্মীপুরে দিনব্যাপী পিঠা মেলা    

বাসস
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৩:২৫
শনিবার সকালে লক্ষ্মীপুরে তারুণ্যের উৎসব শুরু হয়। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ১৮ জানুয়ারী, ২০২৫(বাসস) : তারুণ্যের উৎসব ও তরুণ প্রজন্মকে বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখতে এবং গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্য ধরে রাখতে জেলায় আয়োজন করা হয়েছে দিনব্যাপী পিঠার মেলা। 

শতাধিক স্টল নিয়ে বিভিন্ন পিঠার পসরা সাজিয়ে বসেছে শিক্ষক-শিক্ষার্থীরা। এ উৎসব উপভোগ করতে মেলা প্রাঙ্গনে ভিড় জমান বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। আজ শনিবার সকালে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। 

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি ও শিক্ষা) খীসা সম্রাট, কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, কলেজ পরিচালনা কমিটির পরিচালক মো. হাসানসহ অনেকে।

শিক্ষার্থীরা জানায়, প্রতিবছরই কলেজ ক্যাম্পাসে পিঠা মেলা হয়ে থাকে। এবারও তার ধারাবাহিকতায় হচ্ছে। তবে এবার একটু ব্যাতিক্রম। এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য বিষয় নিয়ে তারুন্যের যে উৎসব চলছে। সেখানে এই পিঠা মেলার উৎসবের কমতি নেই। বিশেষ করে এবার স্টলে স্থান পেয়েছে জিরা পিঠা, ভাপা, নকশি, চিতই, পাঠিসাপটা, জামাই বরণ পিঠা, ডাল ও তালের পিঠাসহ দুই শতাধিক পিঠার সমারোহ।

অনেক খুশি লাগছে। সবাই মিলে উপভোগ করছি। এটি যেন সব সময় থাকে, সেটাই প্রত্যাশা করেন শিক্ষাথীরা।

জেলা প্রশাসক বলেন, সারাদেশের মতো লক্ষ্মীপুর জেলায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে তারুন্যের উৎসব চলছে। 

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই শ্লোগানে উৎসব চলছে। পাশাপাশি গ্রামবাংলার মানুষের চিত্ত বিনোদন ও নির্মল আনন্দ উপভোগের জন্য বছরের অধিকাংশ সময় আয়োজন করা হত বিভিন্ন আচার অনুষ্ঠানের। এখন আর এসব অনুষ্ঠানের আয়োজন করা হয় না। এই পিঠা উৎসবের মাধ্যমে গ্রামবাংলার সেই হারানো ঐতিহ্য আবারও শহরে ফিরে আসবে এমনটিই মনে করেন তিনি। তরুণ প্রজন্মকে বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখতে এবং গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্য ধরে রাখতে এই উদ্যোগকে স্বাগত জানানা জেলা প্রশাসক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে দিন ব্যাপী হজ প্রশিক্ষণ শুরু
আমেরিকার ওয়ান্টেড সাবেক মাদক তদন্তকারীকে ভেনেজুয়েলায় গ্রেপ্তার 
পটুয়াখালীতে মায়ের সাথে খেলতে গিয়ে শিশুর রহস্যজনক মৃত্যু
সুনামগঞ্জ সীমান্তে ২ হাজার ২২০ কেজি ভারতীয় ফুসকা জব্দ
সিরিয়া থেকে প্রায় ১,০০০ সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র
সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহ না করায় দিনাজপুরের ১৪০ জন চালকল মালিকের নিবন্ধন বাতিল
বগুড়ায় পিআইবি'র মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধন
চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজের ১৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
নীলফামারিতে কাল দুদকের গণশুনানি
যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড পর্যন্ত মহাসড়কে ডিএসসিসি’র বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১০