সিরাজগঞ্জে আন্তঃউপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টে উল্লপাড়া চ্যাম্পিয়ন

বাসস
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৯:৩০ আপডেট: : ১৮ জানুয়ারি ২০২৫, ১৯:৩৯

সিরাজগঞ্জ, ১৮ জানুয়ারি, ২০২৫ ( বাসস) : সিরাজগঞ্জের কালেক্টরেট ভবন সংলগ্ন অফিসার্স ক্লাব মাঠে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত আন্তঃউপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে উল্লাপাড়া উপজেলা ২-০ সেটে সিরাজগঞ্জ সদর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

ফাইনাল শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গনপতি রায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি ফারুক আফজাল রাজন, জেলা ক্রীড়া অফিসার মো: নুরে এলাহী, প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, উল্লাপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য মো: হাফিজুল ইসলাম।

এর আগে সকালে জেলার নয়টি উপজেলা নকআউট পদ্ধতিতে এই আন্তঃউপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নেয়।

যুব ও ক্রীড়া  মন্ত্রানালয় আয়োজিত তারুণ্যের উৎসব উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা গতকাল থেকে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে শুরু হয়েছে।  

উদ্বোধনী দিনের আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টে উল্লাপাড়া উপজেলা চ্যাম্পিয়ন এবং সদর উপজেলা রানার্স-আপ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০