শিরোনাম
গোপালগঞ্জ, ১৮ জানুয়ারি ২০২৫ (বাসস) : গোপালগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট আজ থেকে শুরু হয়েছে। এই টুর্ণামেন্টে ৮টি দল অংশ নিচ্ছে।
প্রধান অতিথি হিসেবে আজ সকালে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিত পাল।
নক আউট পদ্ধতিতে খেলার প্রথম দিনে কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলায় গোপালগঞ্জ পৌরসভা ১-০ গোলে কোটালীপাড়া পৌরসভাকে পরাজিত করেছে। এরপর পরের দুটি কোয়ার্টার ফাইনালে একই ব্যবধানে গোপালগঞ্জ সদর উপজেলা কাশিয়ানী উপজেলাকে ও মুকসুদপুর উপজেলা টুঙ্গিপাড়া উপজেলাকে পরাজিত করেছে। শেষ ম্যাচে ট্রাইবেকারে টুঙ্গিপাড়া পৌরসভা কোটালীপাড়া উপজেলাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।।
আগামীকাল রোববার সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্টে জেলার পাঁচ উপজেলা ও তিনটি পৌরসভা অংশ নিচ্ছে।