লক্ষ্মীপুরে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ২০:১৪

লক্ষ্মীপুর, ১৮ জানুয়ারী, ২০২৫ (বাসস) : তারুন্যের উৎসব উপলক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে লক্ষ্মীপুরে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে কাবাডি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। 

এসময় জেলা প্রশাসক বলেন, খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদক দূর হবে। দেশব্যাপী যে তারুন্যের উৎসব চলছে সেটা বাস্তবায়ন করতে জেলার পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে নানা কর্মসুচি হাতে নেয়া হয়েছে। আজকে কাবাডি খেলায় যে ৭টি দল অংশ নিয়েছে প্রত্যেকে ভালো খেলেছে। এটি ধরে রাখতে হবে। খেলোয়াড়দের সার্বিক সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসন সবসময়ই পাশে রয়েছে।

এর আগে জেলা ক্রীড়া অফিস ও পৌরসভার উদ্যোগে সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মো. জসিম উদ্দিন। প্রতিযোগিতায় হাজিরপাড়া, মান্দারী, শহীদ স্মতি, আর্দশ সামাদ একাডমেী, কলেজিয়েট স্কুল ও চরকালকিনি উচ্চ বিদ্যালয়ের ৭টি দল অংশ নেয়। 

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী, জেলা ক্রীড়া অফিসার মো: জাহাঙ্গীর হোসেন, জেলা ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন, সাধারন সম্পাদক সোহেল আদনান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০