তারুণ্যের উৎসবের দ্বিতীয় ভেন্যু ফরিদপুরে আরচ্যারী প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ২০:৩১

ফরিদপুর, ১৮ জানুয়ারি ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”-এ প্রতিপাদ্যে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় ধারাবাহিকভাবে ঢাকাসহ দেশের ৯টি ভেন্যুতে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে দ্বিতীয় ভেন্যু হিসেবে আজ ফরিদপুর জেলায় বিভিন্ন কর্মসূচী পালিত হয়।

ফরিদপুর জেলায় আজ সকাল ১১:০০ টায় আরচ্যারী র‌্যালির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এই বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কোর্ট চত্তর হয়ে ফরিদপুর জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। 

র‌্যালির পরে তারুণ্যের উৎসব-২০২৫’এ প্রধান অতিথি হিসেবে আরচ্যারী কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং প্রশিক্ষণ ও আরচ্যারী উন্নয়ন সাব-কমিটির আহ্বায়ক মো: ফারুক ঢালী, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য এবং ফরিদপুর জেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো: মাছুদুর রহমান চুন্নু। 

এরপর জেলা স্টেডিয়াম মাঠে শুরু হয় পিঠা উৎসব। একই মাঠে ৩টি ক্যাটাগরিতে দিনব্যাপি প্রদর্শনী উন্মুক্ত আরচ্যারী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মিটার দূরত্বে রিকার্ভ ডিভিশনে জুনিয়র বালিকা ক্যাটাগরি এবং সিনিয়র পুরুষ ও মহিলা ক্যাটাগরিতে শুধু একক ইভেন্টে ২৮ জন আরচ্যারের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জুনিয়র বালিকা ক্যাটাগরিতে রুমা আক্তার স্বর্ণ, সায়মা আক্তার রৌপ্য ও রাজিয়া আক্তার মিম ব্রোঞ্জ পদক লাভ করেন।

সিনিয়র পুরুষ ক্যাটাগরিতে মো: আব্দুর রহমান আবির স্বর্ণ, রাইয়ান তালুকদার রৌপ্য ও নাফিস উজ্জামান ব্রোঞ্জ পদক এবং সিনিয়র নারী ক্যাটাগরিতে মেহেজাবিন তুবা স্বর্ণ, নিঝুম আক্তার রৌপ্য ও আসিয়া নাজনিন জাকিয়া ব্রোঞ্জ পদক লাভ করেন। 

পুরস্কার বিতরণ শেষে মাঠে লোক সংগীত ও লোক নৃত্য পরিবেশন করা হয়। 

ফরিদপুর জেলা প্রশাসন এবং ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ফরিদপুর জেলায় তারুণ্যের উৎসব-২০২৫’র আরচ্যারী কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০