শিরোনাম
কিশোরগঞ্জ, ১৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে তারুণ্যের উৎসব আয়োজিত হয়েছে।
এ উপলক্ষ্যে ক্রীড়া উৎসবের অংশ হিসেবে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল ও কাবাডি টুর্নামেন্টের ফাইনাল গতকাল সমাপ্ত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার সকল ইভেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সপ্তাহ ব্যাপী এ ক্রীড়া উৎসবের সমাপ্তি ঘটে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: বিল্লাল হোসেন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই আলম, পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজ উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল উপস্থিত ছিলেন।