বাগেরহাটে তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

বাসস
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৬:২১ আপডেট: : ২১ জানুয়ারি ২০২৫, ১২:৪৫
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‌্যালি।ছবি : বাসস

বাগেরহাট, ১৯ জানুয়ারি ২০২৫ (বাসস) : সারাদেশে নানান আয়োজনে চলছে তারুণ্যের উৎসব। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‌্যালি।

র‌্যালিতে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ নানান শ্রেনী-পেশার মানুষ অংশ নেন। এ সময় রোভার স্কাউটস দল ব্যান্ডের তালে তালে ডিসি ও কোর্টচত্বর মুখরিত করে তোলে।

এর আগে প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।

এছাড়া তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা, বাগেরহাট বিসিক শিল্পনগরীর উদ্যোগে ১২ দিনব্যাপি মেলা, জেলা প্রশাসনের উদ্যোগে সাত দিনব্যাপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা, ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বাগেরহাটের বিভিন্ন উপজেলার সাফল্য গাথা, উন্নয়ন চিত্র তুলে ধরেন বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, বাগেরহাট সদর হাসপাতালের তত্বাবধায়ক অসিম সমাদ্দার বাগেরহাট সিভিল সার্জন ডাক্তার হাবিবুর রহমান, ক্রীড়া অফিসার হুসাইন আহমেদ।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জিব, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম আবু নওশাদ, চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০