শিরোনাম
ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠলো ফরচুন বরিশাল। টুর্নামেন্টে নিজেদের সপ্তম ম্যাচে আজ বরিশাল ৬ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম কিংসকে।
এই জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বরিশাল রয়েছেন টেবিলের দ্বিতীয় স্থানে। সমানসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে চট্টগ্রাম।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমনকে নিয়ে ১৪ বলে ২১ রানের সূচনা করেন উসমান খান।
তৃতীয় ওভারে উসমানকে সাজঘরে পাঠিয়ে চট্টগ্রামের উদ্বোধনী জুটি ভাঙ্গেন বরিশালের পেসার রিপন মন্ডল। ৩টি চার ও ১টি ছক্কায় ১৩ বলে ১৯ রান করেন উসমান।
উসমানের বিদায়ের পর ১০ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় চট্টগ্রাম। পাওয়ার প্লেতে ৩৯ রানে ৫ উইকেট পতনে চাপে পড়ে তারা। এসময় গ্র্যাহাম ক্লার্ক ৮, শামীম হোসেন ৫ ও ইমন-হায়দার আলি ১ রান করে করেন।
দলীয় ৫৬ রানে ষষ্ঠ উইকেট পতনের পর অধিনায়ক মোহাম্মদ মিথুন ও আরাফাত সানির ৩১ রানের জুটিতে চাপমুক্ত হবার চেষ্টা করে চট্টগ্রাম। দলীয় ৮৭ রানে মিথুনকে থামিয়ে বরিশালকে ব্রেক-থ্রু এনে দেন চট্টগ্রামের স্পিনার তানভীর ইসলাম।
মিথুন ফেরার পর শেষ দুই ব্যাটারকে নিয়ে ৩৪ রান যোগ করে চট্টগ্রামকে সম্মানজনক পুঁজি এনে দেন সানি। ২০ ওভারে ৮ উইকেটে ১২১ রান করে চট্টগ্রাম। ২টি চারে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন সানি।
রিপন ২৩ রানে ও ফাহিম আশরাফ ১২ রানে ৩টি করে উইকেট নেন।
জবাবে চতুর্থ ওভারেই অধিনায়ক তামিম ইকবালকে হারায় বরিশাল। ৮ রানে রান আউট হন তামিম।
পরের ওভারে ব্যক্তিগত ১ রানে তাওহিদ হৃদয়ের বিদায়ে শুরুতেই চাপে পড়ে বরিশাল।
১৬ রানে ২ উইকেট পতনের পর মুশফিকুর রহিমকে নিয়ে ১৬ ও মাহমুদুল্লাহ রিয়াদের সাথে ২১ রানের জুটি গড়েন ওপেনার ডেভিড মালান। মুশফিক ১১ ও মাহমুদুল্লাহ ১৬ রানে আউট হলে ক্রিজে মালানের সঙ্গী হন মোহাম্মদ নবী।
পঞ্চম উইকেটে নবীকে নিয়ে ৪৪ বলে ৬৯ রানের রানের অবিচ্ছিন্ন জুটিতে বরিশালের জয় নিশ্চিত করেন মালান।
৩টি চার ও ২টি ছক্কায় ৪১ বলে অপরাজিত ৫৬ রান করেন মালান। ৩টি চারে ২১ বলে অনবদ্য ২৬ রান করেন নবী। খালেদ নিয়েছেন ২ উইকেট।