শিরোনাম
মেহেরপুর, ২০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : "এসো দেশ বদলাই পৃথিবী বদলাই" এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে মেহেরপুরে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের ছাদ বাগানে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ । বিশেষ অতিথি ছিলেন সিভিলে সার্জন ডা. মহীউদ্দীন আহমেদ।
জেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানজিনা শারমিন দৃষ্টির সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রনি আলম নুর , অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়া আকরাম সাকাপি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, পুলিশ সুপারের প্রতিনিধি বজলুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক খন্দকার মুইজ উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আশিক রাব্বি।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেহেরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. গাজি রহমান।
কর্মশালায় ছাত্র, তরুণ, শিক্ষক, সাংবাদিক, ছাত্রনেতা, এনজিও প্রতিনিধি ও জনপ্রতিনিধির অংশগ্রহণে ৮ টি গ্রুপ অংশ নেয়।
তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ কেমন হবে সে বিষয় প্রতিটি গ্রুপ তাদের আলাদা আলাদা মতামত তুলে ধরেন।