রাজশাহীর নতুন অধিনায়ক তাসকিন

বাসস
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৯:৪৪ আপডেট: : ২১ জানুয়ারি ২০২৫, ১৫:১৫
তাসকিন আহমেদ -ছবি : সংগৃহীত

ঢাকা, ২০ জানুয়ারি ২০২৫ (বাসস) : চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাকি ম্যাচগুলোর জন্য দুর্বার রাজশাহীর অধিনায়কের দায়িত্ব পেলেন দলের পেসার তাসকিন আহমেদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে রাজশাহী টিম ম্যানেজমেন্ট।

এনামুল হক বিজয়ের জায়গায় নেতৃত্ব পেয়েছেন তাসকিন।

সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়, ‘চলমান বিপিএলের বাকি ম্যাচগুলোতে রাজশাহীর নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ।’

এনামুলের নেতৃত্বে বিপিএলে ৮ ম্যাচ খেলে ৩টিতে জয় পেয়েছে রাজশাহী। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে আছে রাজশাহী।

টুর্নামেন্টে ব্যাট হাতে দারুন ছন্দে আছেন এনামুল। ৮ ম্যাচে ১ শতক ও ২টি অর্ধশতকে ৫৪ গড়ে ৩২৪ রান করেছেন এই ডান-হাতি ব্যাটার। সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় দ্বিতীয়স্থানে আছেন এনামুল। ৯ ম্যাচে ৩৩০ রান নিয়ে তালিকার শীর্ষে আছেন ঢাকা ক্যাপিটালসের ওপেনার তানজিদ হাসান।

গতরাতে টুর্নামেন্টের ২৬তম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি করেন এনামুল। ৯টি চার ও ৫টি ছক্কায় ৫৭ বলে অনবদ্য ১শ রান করেও খুলনার কাছে রাজশাহীর ৭ রানের হার রুখতে পারেননি এনামুল।

খুলনার ছুঁড়ে দেওয়া ২১০ রানের টার্গেটে শেষ ৩ ওভারে ৩৬ রান দরকার ছিলো রাজশাহীর। কিন্তু স্লগ ওভারে নিজেকে মেলে ধরতে পারেননি বিজয়। এসময় ১২ বলে ১৮ রান নেন তিনি। তাই শেষ ৩ ওভারের সমীকরণ মেলাতে পারেনি রাজশাহী।

ইনিংসের শেষ বলে ৭ রানের দরকারে ১ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন এনামুল।

রাজশাহীর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ব্যাটিংয়ে আরও মনোযোগের জন্য তার উপর থেকে অধিনায়কত্বের চাপ সরিয়ে নেওয়া হয়েছে।’

এদিকে বল হাতে সেরা ফর্মেই আছেন তাসকিন। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে চলতি আসরে সর্বোচ্চ উইকেট শিকারী এই পেসার। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নিয়ে বিপিএলের ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন তাসকিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০