শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের

বাসস
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ২০:৩৬

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জুলাই-আগষ্ট বিপ্লবের চেতনায় ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’- শীর্ষক শ্লোগানকে সামনে রেখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানসমূহে প্রাথমিক শিক্ষার্থীদের উদ্দীপ্ত করতে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

তারুণ্যের উৎসব-২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, শিশু কল্যাণ ট্রাস্ট ও জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কর্তৃক  এসব  কর্মসূচি  গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। খবর তথ্য বিবরণীর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ‘আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল’ শিরোনামে গত ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী দেশের সব প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুম ও আঙ্গিনা বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এই কর্মসূচির মধ্যে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা (হাত-পা ধোয়া, নখ কাটা প্রভৃতি) ছিল অন্যতম।

বিজ্ঞপ্তি বলা হয়, একই সময়ে সকল প্রাথমিক বিদ্যালয় স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহণে প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এছাড়া, বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তার ও ক্লাব লিডারদের মাধ্যমে স্বাস্থ্যকর্মীর সহায়তায় শিক্ষার্থীদের উচ্চতা ও ওজনের অনুপাত, রক্তচাপ পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা এবং মৌলিক প্রাথমিক চিকিৎসার বিষয়ে সকলকে সচেতন করা হয়।

সকল প্রাথমিক বিদ্যালয়ে ৩০ ডিসেম্বর, ২০২৪ থেকে ৩১ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জুলাই-আগস্ট বিপ্লব ২০২৪’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং উক্ত সময়ে সকল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘আমাদের বিদ্যালয় দূষণমুক্ত রাখতে আমাদের করণীয়’- শীর্ষক রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।

এছাড়াও রয়েছে, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ এবং প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৫ প্রতিযোগিতার সূচনা কার্যক্রম গ্রহণ এবং তারুণ্যের উৎসব-২০২৫ চলাকালে প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ অঙ্গভিত্তিক খেলাধুলা, সাংস্কৃতিক ও সাহিত্য প্রতিযোগিতার আয়োজন। ‘সবুজ বিদ্যালয়’ ক্যাম্পেইন হিসেবে সকল প্রাথমিক বিদ্যালয়ে নিজ উদ্যোগে ঔষধি বৃক্ষরোপণ, ফুলের বাগান সৃজন ও বিদ্যালয়ে ইতোপূর্বে রোপণকৃত বৃক্ষের পরিচর্যা অন্তর্ভুক্ত করা হয়েছে।

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক ‘আউট অব স্কুল চিলড্রেন’ প্রকল্পের অধীন সকল শিখন কেন্দ্রের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২৪ থেকে ৩০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ দূষণ রোধে অনুশীলন নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়।

শিশু কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত বিদ্যালয়সমূহের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩০ ডিসেম্বর হতে ৫ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবেশ দূষণ রোধে কার্যক্রম গ্রহণ ও অনুশীলন নিশ্চিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান প্রধান উপদেষ্টার
সার্ক পুনরুজ্জীবনে জোরালো আহ্বান প্রধান উপদেষ্টার
জাতিসংঘে ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি ও সংস্কার তুলে ধরলেন প্রধান উপদেষ্টা
পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখনই জরুরি: প্রধান উপদেষ্টা
‘সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ হই’ : মাটিরাঙায় সম্প্রীতি সভায় উপদেষ্টা সুপ্রদীপ চাকমার আহ্বান
নির্বাচনে যদি কোন দলকে সুবিধা দেয়া হয়, জনগণ মেনে নেবে না : রিজভী 
নারীর ক্ষমতায়ন সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধান উপদেষ্টা
ইসরাইলি বসতিতে কার্যক্রম চালানো ১৫৮ কোম্পানির তালিকা প্রকাশ করল জাতিসংঘ
রোহিঙ্গা সংকট: স্থায়ী সমাধান ও তহবিল বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার
অবৈধ সম্পদ সংরক্ষণকারী দেশকে পাচারকৃত অর্থ ফিরিয়ে দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
১০