বাসস
  ২০ জানুয়ারি ২০২৫, ২১:১৩

নাটোরে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে কর্মশালা

সোমবার নাটোরে আয়োজিত কর্মশালায় কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। ছবি: বাসস

নাটোর, ২০ জানুয়ারি ২০২৫ (বাসস): জেলার বড়াইগ্রাম উপজেলায় আজ তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে দিনব্যাপী ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।

যুব উন্নয়ন অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক কেএম আব্দুল মতিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী সৈকত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম এবং বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধি মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, দেশে তারুণ্যের শক্তি অপার সম্ভাবনাময়। এই শক্তিকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করা গেলে দেশ এগিয়ে যাবে। বর্তমান সরকার এ ব্যাপারে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করছে।