বাসস
  ২১ জানুয়ারি ২০২৫, ১৪:০০

তারুণ্যের উৎসব উপলক্ষে শরীয়তপুরে খাল পরিস্কার শুরু

শরীয়তপুর জেলার পালং খাল পুনঃপ্রবাহমানকরণ কার্যক্রম শুরু হয়েছে। ছবি : বাসস

শরীয়তপুর, ২১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জেলার  পালং খাল পুনঃপ্রবাহমানকরণ কার্যক্রম শুরু হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা পরিষদের আয়োজনে আজ সকাল ১০টায় পৌরসভার ডাকবাংলো থেকে পাকার মাথা পর্যন্ত খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পৌর প্রশাসক পিংকি সাহা, এলজিইডির নির্বাহী  প্রকৌশলী রাফেউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমীন, পৌরসভার সচিব এনামূল হক, বৈষম্যবিরোধী ছাত্র নেতাসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী বৃন্দ।