মাগুরায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৫:৩৭
মাগুরায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু -ছবি : বাসস

মাগুরা, ২১ জানুয়ারি ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষ্যে মাগুরা জেলা স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক/বালিকা) শুরু হয়েছে।

মাগুরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগ আয়োজিত এ টুর্নামেন্ট চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত।
টুর্নামেন্টে জেলার চারটি উপজেলার একটি করে বালক ও বালিকা দলসহ মোট ৮টি দল অংশগ্রহণ করছে।

আজ সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: হোসাইন শওকত।

এসময় তিনি বলেন, এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও সঠিক পথে এগিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলে মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম।

মাগুরার জেলা প্রশাসক মো: অহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: শামীম কবীর।

উদ্বোধনী ম্যাচে অংশ নেয় সদর উপজেলা ও শালিখা উপজেলার অনূর্ধ্ব ১৭ বালিকা দল।  
এই প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত ও অনুপ্রাণিত করতে অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০