বাসস
  ২২ জানুয়ারি ২০২৫, ১৩:৩৮

বাগেরহাটে  তারুণ্যের উৎসব উপলক্ষে যুব সমাবেশ

বাগেরহাটে  তারুণ্যের উৎসব উপলক্ষে যুব সমাবেশ । ছবি ; বাসস

বাগেরহাট, ২২ জানুয়ারী, ২০২৫ (বাসস) : এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর জেলার যুব সমাবেশের আয়োজনে করা হয়েছে। 

আজ সকাল ১০ টায় শহরের  বারাকপুর হলরুমে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। তিনি বলেন, যুগে যুগে এদেশের যুবরাই দেশের সংকটে উত্তরনে কাজ করেছে।যুবরাই শক্তি যুবরাই আমাদের মনোবল। দেশকে মাদকমুক্ত, সন্ত্রাসী, চাদাবাজি মুক্ত করতে যুবরাই এগিয়ে এলে বাংলাদেশ বদলে যাবে, কল্যানমুখি রাষ্ট্রে  পরিনত হবে। 

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে সরকারের সাফল্য গাথা নতুন নতুন সংস্কারের গৃহিত পদক্ষের উপর স্বাগত বক্তব্য রাখেন মো. আবুজর।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত  পুলিশ সুপার শামীম হোসেন,অন্যান্যের মধ্যে জেলা সমাজসেবা কর্মকর্তা মো.রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, সিভিল সার্জন ডাক্তার মো. হাবিবুর রহমান, বি আর ডিবির উপপরিচালক মো. দেলোয়ার হোসেন,জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমেদ,  নারী উদ্যোক্তা পাপিয়া আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে  ছাত্র সমন্বয় নেতৃবৃন্দসহ শতাধিক যুবক ও যুবা নারী উপস্থিত ছিলেন।