সিরাজগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

বাসস
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৮:৩৪
তারুণ্যের উৎসব-২০২৫- সিরাজগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু - ছবি : বাসস

সিরাজগঞ্জ, ২২ জানুয়ারি ২০২৫ (বাসস) : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’, এই প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা পর্যায়ে জাতীয় অনুর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক/বালিকা) গতকাল থেকে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে শুরু হয়েছে।

সকালে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: ফারুক হোসেন।

অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মে: নুরে এলাহী, যুব উন্নয়নের উপ পরিচালক মো: শরিফুল ইসলাম, সিরাজগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মো: লুৎফর রহমান।

সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার অনুর্ধ্ব ১৭ বালক বালিকা ফুটবল দল এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

উদ্বোধনী ম্যাচে বালক বিভাগে বেলকুচি উপজেলা টাইব্রেকার ৫-৪ গোলে শাহজাদপুর উপজেলাকে পরাজিত করে। 
বালিকা বিভাগে শাহজাদপুর উপজেলা ৮-০ গোলে বেলকুচি উপজেলা দলকে পরাজিত করে। শাহজাদপুর উপজেলা বালিকা দলের জাকিয়া ও আসমা ম্যাচে হ্যাটট্রিক করেছেন। 

বাসস/সংবাদদাতা/নীহা/১৮৩০/-নীহা

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ইতালিতে চাকরির প্রলোভনে শত কোটি টাকার প্রতারণা : চক্রের মূলহোতা নারী গ্রেফতার
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসছেন চিকিৎসক : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা এয়ারপোর্টে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলমুক্তকরণে দোকান উচ্ছেদের নির্দেশ
সৌদি আরবের গ্রান্ড মুফতির ইন্তেকালে জামায়াতের শোক
শারদীয় দুর্গোৎসবে গুজব রটনায় কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব : র‌্যাব মহাপরিচালক
ইশারা ভাষা দিবসে ডাকসুর মূকাভিনয় প্রদর্শনী ও কবিতা আবৃত্তি
বীর ফায়ার ফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন
১০