সিরাজগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

বাসস
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৮:৩৪
তারুণ্যের উৎসব-২০২৫- সিরাজগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু - ছবি : বাসস

সিরাজগঞ্জ, ২২ জানুয়ারি ২০২৫ (বাসস) : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’, এই প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা পর্যায়ে জাতীয় অনুর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক/বালিকা) গতকাল থেকে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে শুরু হয়েছে।

সকালে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: ফারুক হোসেন।

অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মে: নুরে এলাহী, যুব উন্নয়নের উপ পরিচালক মো: শরিফুল ইসলাম, সিরাজগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মো: লুৎফর রহমান।

সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার অনুর্ধ্ব ১৭ বালক বালিকা ফুটবল দল এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

উদ্বোধনী ম্যাচে বালক বিভাগে বেলকুচি উপজেলা টাইব্রেকার ৫-৪ গোলে শাহজাদপুর উপজেলাকে পরাজিত করে। 
বালিকা বিভাগে শাহজাদপুর উপজেলা ৮-০ গোলে বেলকুচি উপজেলা দলকে পরাজিত করে। শাহজাদপুর উপজেলা বালিকা দলের জাকিয়া ও আসমা ম্যাচে হ্যাটট্রিক করেছেন। 

বাসস/সংবাদদাতা/নীহা/১৮৩০/-নীহা

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০