সিরাজগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

বাসস
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৮:৩৪
তারুণ্যের উৎসব-২০২৫- সিরাজগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু - ছবি : বাসস

সিরাজগঞ্জ, ২২ জানুয়ারি ২০২৫ (বাসস) : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’, এই প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা পর্যায়ে জাতীয় অনুর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক/বালিকা) গতকাল থেকে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে শুরু হয়েছে।

সকালে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: ফারুক হোসেন।

অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মে: নুরে এলাহী, যুব উন্নয়নের উপ পরিচালক মো: শরিফুল ইসলাম, সিরাজগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মো: লুৎফর রহমান।

সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার অনুর্ধ্ব ১৭ বালক বালিকা ফুটবল দল এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

উদ্বোধনী ম্যাচে বালক বিভাগে বেলকুচি উপজেলা টাইব্রেকার ৫-৪ গোলে শাহজাদপুর উপজেলাকে পরাজিত করে। 
বালিকা বিভাগে শাহজাদপুর উপজেলা ৮-০ গোলে বেলকুচি উপজেলা দলকে পরাজিত করে। শাহজাদপুর উপজেলা বালিকা দলের জাকিয়া ও আসমা ম্যাচে হ্যাটট্রিক করেছেন। 

বাসস/সংবাদদাতা/নীহা/১৮৩০/-নীহা

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভিয়েতনামে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে : মাসুদ সাঈদী
উজবেকিস্তানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেল : সালাহউদ্দিন আহমেদ
‘জুলাই সনদ’ চূড়ান্ত পর্যায়ে রয়েছে : প্রধান উপদেষ্টা
সিলেটে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন
ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর ঐক্যের দিকে এগিয়ে যেতে হবে:  শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
দীর্ঘ ১৬ বছরের জুলুমের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্ট : ড. মঈন খান
ক্যাম্পাসগুলো বন্ধের পর আন্দোলনের প্ল্যাটফর্ম হয়ে উঠে পুরো বাংলাদেশ : আসিফ মাহমুদ
কিছু মানুষ ও চিহ্নিত রাজনৈতিক দল ছাড়া সকলেই জুলাই মুক্তিযোদ্ধা : আব্দুল্লাহ তাহের
১০