বাসস
  ২৩ জানুয়ারি ২০২৫, ২১:০২

কুমিল্লায় ঐতিহ্যবাহী লাঠি খেলা ও মোরগ লড়াই প্রদর্শনী

বৃহস্পতিবার কুমিল্লা টাউন হল মাঠে ঐতিহ্যবাহী লাঠি খেলা ও মোরগ লড়াই প্রদর্শনী করা হয়। ছবি: বাসস

কুমিল্লা (দক্ষিণ), ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে ধারণ করে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠি খেলা ও মোরগ লড়াই প্রদর্শনী।

কুমিল্লা টাউন হল মাঠে বৃহস্পতিবার বেলুন উড়িয়ে লাঠিখেলা ও মোরগ লড়াই প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। উদ্বোধন শেষে দর্শকসারিতে বসে প্রদর্শনী  উপভোগ করেন তিনি।

এসময় টাউনহল মাঠে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলা থেকে আসা লাঠি খেলোয়াড়রা।   

জেলা প্রশাসক আমিরুল কায়ছার বলেন, হারিয়ে যেতে বসা অবিভক্ত কুমিল্লার সংস্কৃতি এই প্রজন্মের কাছে তুলে ধরা এবং টিকিয়ে রাখার লক্ষ্যেই মূলত এ ধরণের লোকজ খেলার আয়োজন করেছে জেলা প্রশাসন।