সুনামগঞ্জে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনাসভা

বাসস
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৭:৫৫ আপডেট: : ২৫ জানুয়ারি ২০২৫, ১৮:১১
শনিবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গনে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ আলোচনাসভা। ছবি ;বাসসশীর্ষক আলোচনাসভা

সুনামগঞ্জ, ২৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় আজ ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গনে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় ও সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

জেলা তথ্য অফিসের তথ্য কর্মকর্তা শুভ রায় সুমনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি  শেরগুল আহম্মেদ, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ ন ম শফিকুর রহমান, সাংবাদিক এ আর জুয়েল, সুনামগঞ্জ শাখা বৈষ্যম্যবিরোধী আন্দোলনের আহবায়ক ইমন দোজ্জা আহমদ, বিশ্বম্ভরপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি উছমান গনি, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থী ঋতুরাজ তালুকদার রিমপল ও সোমা সরকার প্রমুখ।

এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, জেলায় তথ্য অফিসের উপ-পরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহনুর আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এবং যুব ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আগামীর বিশ্ব হবে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর। তরুণদের  প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে গড়ে তুলতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হলে দেশের তরুণ সমাজকে শিক্ষিত হতে হবে। নিজেদের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। বেশি বেশি বই পড়তে হবে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০