শিরোনাম
সিরাজগঞ্জ, ২৫ জানুয়ারি ২০২৫ (বাসস) : সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আয়োজিত জেলা পর্যায়ে অনুর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে।
বালক বিভাগের ফাইনালে বেলকুচি উপজেলা ১-০ গোলে উল্লাপাড়া উপজেলাকে এবং বালিকা বিভাগে টাইব্রেকারে উল্লাপাড়া উপজেলা ৩-১ গোলে শাহজাদপুর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল শেষে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গনপতি রায়ের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক মো: কামরুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: শরিফুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মো: নুরে এলাহী।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’, এই শ্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ এর জেলা পর্যায়ে অনুর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।