শিরোনাম
ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫ (বাসস) : বিগত বছরগুলোর চেয়ে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উইকেটের মান অনেক ভালো বলে জানিয়েছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ নবি। তিনি জানান উইকেট ভালো হওয়ায় বিপিএল উপভোগ করছেন ক্রিকেটপ্রেমিরা।
এবারের বিপিএলে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে খেলছেন নবি। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থাকায় প্লে-অফের পথে ভালো অবস্থায় আছে বরিশাল।
আজ মিরপুরে সাংবাদিকদের নবি বলেন, ‘গত বছরের চেয়ে এবারের উইকেট ভালো। এ কারণে বেশিরভাগ ম্যাচ হাই-স্কোরিং হচ্ছে এবং রান তাড়াও করা যাচ্ছে। আমরা এ ধরনের উইকেট চাই।’
তিনি আরও বলেন, ‘আমাদের এখনও চারটি ম্যাচ বাকি। আমরা সেই ম্যাচগুলোতে ফোকাস করতে চাই এবং দলকে শীর্ষ দুইয়ের মধ্যে রাখতে চাই। বাকি চার ম্যাচ ও প্লে-অফ ঢাকায় অনুষ্ঠিত হবে। আমরা ইতোমধ্যে এই কন্ডিশনের সাথে মানিয়ে নিয়েছি।’
অতীতে বিপিএলের উইকেট নিয়ে নিয়মিত সমালোচনা হয়েছে। কারণ প্রকাশ্যে উইকেট নিয়ে অভিযোগ করেছিলেন ক্রিকেটাররা। কিন্তু এই বছর, দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। কারণ নতুন চেহারার বিপিএল প্রত্যাশা পূরণ করেছে।
টি-টোয়েন্টিতে রান বন্যা দেখতে চায় দর্শকরা। এবার দলগুলো নিয়মিত ২শ বা তার বেশি রান করতে পারছে দলগুলো। চট্টগ্রাম পর্ব পর্যন্ত ইতোমধ্যে সেঞ্চুরি হাঁকিয়েছেন সাত ব্যাটার। আগের চেয়ে এবারের বিপিএলের উইকেট কেন ভালো সেই ব্যাখ্যাও দিয়েছেন নবি।
তিনি বলেন, ‘আমার মনে হয় এবার উইকেট অতিরিক্ত বিশ্রাম পাচ্ছে। তিনটি ভেন্যুতে খেলার কারণে প্রতিটি ম্যাচের জন্য সেরা উইকেট তৈরি করা যাচ্ছে। বেশিরভাগ সময় তিনটি ভেন্যুই থাকে, কিন্তু এবার উইকেটের দিকে বাড়তি মনোযোগ দিচ্ছে। তাই উইকেটও ভালো হচ্ছে।’
নবী জানান, উইকেট ভালো হওয়ায় রান বন্যা হবার পরও যথেষ্ট সুবিধা পাচ্ছে বোলাররাও। তিনি বলেন, ‘বেশিরভাগ সময় স্পিনাররাই সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে থাকে। এবার তাসকিনের মতো পেসাররা খুবই ভালো বল করছে। এর অর্থ হলো উইকেট যথেষ্ট ভালো এবং বাংলাদেশের কিছু মানসম্পন্ন বোলারও আছে। এবার তারা খুব ভালো বোলিং করছে।’