মাগুরায় আত্মহত্যা প্রতিরোধমূলক কর্মশালা

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৪:৫২
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে মাগুরায় আজ সোমবার সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আত্মহত্যা প্রবণতা প্রতিরোধমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছবি: বাসস

মাগুরা, ২৭ জানুয়ারি, ২০২৫(বাসস): তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আত্মহত্যা প্রবণতা প্রতিরোধমূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সিভিল সার্জন ড. মো. শামীম কবীরের উদ্যোগ ও সহযোগিতায় কর্মশালাটি আয়োজিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল। তিনি তার বক্তব্যে বলেন, আত্মহত্যা প্রতিরোধে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সমাজের তরুণ-তরুণীদের মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতন হতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে।এতে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ মানসিকতা এবং সহযোগিতামূলক পরিবেশ তৈরি করার মাধ্যমে আত্মহত্যার প্রবণতা রোধ করা সম্ভব।  

এতে বক্তব্য রাখেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রদীপ কুমার বণিক। তিনি বলেন, আত্মহত্যা প্রতিরোধে প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং মানসিক স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে হবে। তাছাড়া সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আমাদের স্থানীয়ভাবে কাউন্সেলিং সেবা আরও জোরদার করতে হবে।

সমাপনী বক্তব্যে সিভিল সার্জন  বলেন, তরুণ সমাজের মাঝে আত্মবিশ্বাস বৃদ্ধি করতে এবং তাদের মানসিক চাপে সাহায্য করতে সম্মিলিত প্রচেষ্টা চালানো প্রয়োজন। মানসিক স্বাস্থ্যসেবায় উন্নতি ঘটাতে আমরা ধারাবাহিক ভাবে কর্মসূচি গ্রহণ করব।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিন আরা এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।  

আলোচনা শেষে উপস্থিত সবার মাঝে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতার প্রয়োজনীয় দিক তুলে ধরা হয় এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০