শিরোনাম
রাজবাড়ী, ২৭ জানুয়ারি ২০২৫ (বাসস): ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আজ থেকে। রেলওয়ে রাজবাড়ী শহিদ খুশি ফুটবল মাঠে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ (বালক-বালিকা) ফুটবল টুর্নামেন্ট।
সকালে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল।
উদ্বোধনী ম্যাচে কালুখালী ১-০ গোলে পাংশা বালক দলকে পরাজিত করে।