চুয়াডাঙ্গায় আরচ্যারি প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ২০:৩৩ আপডেট: : ২৭ জানুয়ারি ২০২৫, ২০:৪৫
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মো: জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে তারুণ্যের উৎসব-২০২৫ এর আরচ্যারী প্রোগ্রামের উদ্বোধন করেন -ছবি : বাসস

ঢাকা, ২৭ জানুয়ারি ২০২৫ (বাসস) : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’, এ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের ব্যবস্থাপনায় ৫ম ভেন্যু হিসেবে চুয়াডাঙ্গা জেলায় আজ আরচ্যারি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসক চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চাঁদমারী খেলার মাঠে সম্পন্ন হয়। র‌্যালি শেষে আরচ্যারি টুর্নামেন্ট, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মো: জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে তারুণ্যের উৎসব-২০২৫ এর আরচ্যারি প্রোগ্রামের উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো. খন্দকার গোলাম মওলা এবং ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। 

দিনব্যাপী আরচ্যারি টুর্নামেন্টে রিকার্ভ ডিভিশনে ৫৪ জন পুরুষ ও মহিলা আরচ্যার অংশগ্রহণ করেন। পুরুষ একক ইভেন্টে সাকিব স্বর্ণ, শিহাব রৌপ্য ও শাহরুখ ব্রোঞ্জ এবং মহিলা একক ইভেন্টে তিশা স্বর্ণ, মৌ রৌপ্য ও মনিকা ব্রোঞ্জ পদক জয় করেন।

আগামীকাল মঙ্গলবার নড়াইল, ৩১ জানুয়ারি রাজশাহী ও ২ ফেব্রুয়ারি চট্টগ্রামে তারুণ্যের উৎসব-২০২৫ এর আরচ্যারি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

ধারাবাহিকভাবে ঢাকাসহ দেশের ৯টি ভেন্যুতে আরচ্যারি র‌্যালি, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, শীতের পিঠাপুলি, দিনব্যাপী প্রদর্শনী ওপেন আরচ্যারি প্রতিযোগিতা এবং দেশীয় সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আড়াইহাজারে ৩৫টি পূজামণ্ডপ পরিদর্শন বিএনপি নেতাদের
মার্কিন যুদ্ধবিমানের অবৈধ অনুপ্রবেশের নিন্দা ভেনিজুয়েলার
ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যুতে শারমীন মুরশিদের শোক
গাজাগামী ‘সুমুদ ফ্লোটিলা’ বাধা দেওয়ায় বার্সেলোনায় হাজারো মানুষের বিক্ষোভ
বিএনপি নেতা ভিপি জসিম উদ্দিনের মৃত্যুতে মহাসচিবের শোক
ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের শোক
ভাষাসংগ্রামী আহমদ রফিকের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক
ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
১০