বাসস
  ২৯ জানুয়ারি ২০২৫, ১৬:২৪

সাতক্ষীরায় তারুণ্যের মেলা উদ্বোধন

সাতক্ষীরায় তারুণ্যের মেলা উদ্বোধন।ছবি ; বাসস

সাতক্ষীরা, ২৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় আজ দুই দিনব্যাপী তারুণ্যের মেলার উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।

সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সদর সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আরাফাত হোসেন, সদর উপজেলা বিএনপি আহ্বায়ক এড. নুরুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম প্রমুখ ।
এবারের এ তারুণ্য মেলায় ৩০টি স্টল স্থান পেয়েছে। এতে তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী উদ্যোক্তা ও সরকারী বিভিন্ন দফতরের স্টল রয়েছে।