‘তরুণরাই ভবিষ্যতের বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়বে’

বাসস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ২০:০১
আজ রংপুরের গঙ্গাচড়ায় জেলা তথ্য অফিস আয়োজিত ‘বিজয়ের উলালাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

রংপুর, ২৯ জানুয়ারি, ২০২৫ (বাসস): সমাজ পুনর্গঠনের এক অনন্য সুযোগ তৈরি করে দেওয়া জুলাই ২০২৪ গণঅভ্যুানের চেতনাকে সমুন্নত রেখে তরুণ এবং যুবরাই তাদের সর্বোচ্চ ত্যাগকে মহিমান্বিত করে বৈষম্যমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।

আজ জেলার গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা স্কুল ও কলেজ প্রাঙ্গণে রংপুর জেলা তথ্য অফিস আয়োজিত ‘বিজয়ের উলালাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক এক আলোচনা সভায় এই মন্তব্য করা হয়।

সকল ধরনের বৈষম্য ও অবিচারমুক্ত একটি নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভাটি আয়োজন করা হয়।

জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো. আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।

গজঘন্টা স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল খালেক, সহকারী প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান এবং রংপুরের সিনিয়র সাংবাদিক মো. মামুন ইসলাম বিশেষ অতিথি হিসেবে আলোচনায় বক্তব্য রাখেন।

জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার তানিয়া তাজনীন মেমির সঞ্চালনায় ৩৫০ জন ছাত্র-ছাত্রী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

স্বাগত বক্তব্যে আলমগীর কবির বলেন, জাতি সকল নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করার জন্য সকল প্রকার বৈষম্য ও শোষণমুক্ত একটি তারুণ্য-চালিত সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে কাজ করে চলেছে।

বক্তারা স্বাধীনতা-উত্তর ইতিহাস এবং স্বাধীনতার ৫৪ বছর পরেও কেন জনগণের আকাঙ্ক্ষা  পূরণ হয়নি এবং সমাজে সীমাহীন বৈষম্য, বঞ্চনা, দুর্নীতির সংস্কৃতি, স্বৈরাচার, ফ্যাসিবাদ ও গুন্ডামির উত্থান নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিভাগীয়, জেলা, উপজেলা এবং সর্বস্তরে তারুণ্য উৎসব ২০২৫ আয়োজন করা হয়েছে যাতে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করা যায় এবং তাদের মধ্যে দেশপ্রেম, সামাজিক ও জাতীয় মূল্যবোধ, ভালোবাসা এবং সামষ্টিক অগ্রগতির চেতনা জাগ্রত করা যায়।

সকল প্রকার শোষণ, দুর্নীতি ও বৈষম্যমুক্ত একটি উন্নত, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

যুব সমাজই ভবিষ্যতের পথপ্রদর্শক। এজন্য তরুণ সমাজকে কারিগরি শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আগ্রহী করে তুলতে হবে এবং ঐক্যবদ্ধভাবে জাতি গঠনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে।

তিনি আশা প্রকাশ করেন যে একটি বৈষম্যবিহীন সমাজ বিনির্মানে তারণ্য উৎসব ২০২৫ তরুন ও যুব সমাজের মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করবে, তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকাশ করবে, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ প্রচার করবে এবং পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধি করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০