দিনাজপুর শিল্প-বাণিজ্য মেলায় জুলাই বিপ্লব কর্নারের উদ্বোধন 

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৭:৫২
আজ দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে শিল্প বাণিজ্য মেলায় তারুণ্যের উৎসবে জুলাই বিপ্লব কর্নারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। ছবি : বাসস

দিনাজপুর, ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলায় তারুণ্যের উৎসবে জুলাই বিপ্লব কর্নারের উদ্বোধন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত শিল্প বাণিজ্য মেলায় তারুণ্যের উৎসবে জুলাই বিপ্লব কর্নারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। ছাত্র জনতার আন্দোলনের প্রতি শ্রদ্ধার প্রতিফলন হিসেবে এই কর্নারের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, চলমান দেশ পুর্নগঠনের প্রক্রিয়ায় তরুণদের অবদান অনেক বেশি। তাদের আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ বাণিজ্য মেলায় এই তারুণ্যের কর্নার উদ্বোধন করতে পেরে আমরা গৌরববোধ করছি। আমরা তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছি। তরুণদের অবদানকে কোনদিনই অস্বীকার করা যাবে না। আগামী দিনে এই তরুণরাই দেশের ভালো কিছু করতে পারবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। 

জুলাই বিপ্লব কর্নার উদ্বোধন অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম ছাড়াও পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খালেকুজ্জামান রাজু, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, শহর শাখার আমীর সিরাজুস সালেহীনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, দিনাজপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ নাগরিক কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০