দিনাজপুর শিল্প-বাণিজ্য মেলায় জুলাই বিপ্লব কর্নারের উদ্বোধন 

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৭:৫২
আজ দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে শিল্প বাণিজ্য মেলায় তারুণ্যের উৎসবে জুলাই বিপ্লব কর্নারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। ছবি : বাসস

দিনাজপুর, ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলায় তারুণ্যের উৎসবে জুলাই বিপ্লব কর্নারের উদ্বোধন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত শিল্প বাণিজ্য মেলায় তারুণ্যের উৎসবে জুলাই বিপ্লব কর্নারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। ছাত্র জনতার আন্দোলনের প্রতি শ্রদ্ধার প্রতিফলন হিসেবে এই কর্নারের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, চলমান দেশ পুর্নগঠনের প্রক্রিয়ায় তরুণদের অবদান অনেক বেশি। তাদের আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ বাণিজ্য মেলায় এই তারুণ্যের কর্নার উদ্বোধন করতে পেরে আমরা গৌরববোধ করছি। আমরা তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছি। তরুণদের অবদানকে কোনদিনই অস্বীকার করা যাবে না। আগামী দিনে এই তরুণরাই দেশের ভালো কিছু করতে পারবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। 

জুলাই বিপ্লব কর্নার উদ্বোধন অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম ছাড়াও পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খালেকুজ্জামান রাজু, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, শহর শাখার আমীর সিরাজুস সালেহীনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, দিনাজপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ নাগরিক কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০