দিনাজপুর শিল্প-বাণিজ্য মেলায় জুলাই বিপ্লব কর্নারের উদ্বোধন 

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৭:৫২
আজ দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে শিল্প বাণিজ্য মেলায় তারুণ্যের উৎসবে জুলাই বিপ্লব কর্নারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। ছবি : বাসস

দিনাজপুর, ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলায় তারুণ্যের উৎসবে জুলাই বিপ্লব কর্নারের উদ্বোধন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত শিল্প বাণিজ্য মেলায় তারুণ্যের উৎসবে জুলাই বিপ্লব কর্নারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। ছাত্র জনতার আন্দোলনের প্রতি শ্রদ্ধার প্রতিফলন হিসেবে এই কর্নারের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, চলমান দেশ পুর্নগঠনের প্রক্রিয়ায় তরুণদের অবদান অনেক বেশি। তাদের আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ বাণিজ্য মেলায় এই তারুণ্যের কর্নার উদ্বোধন করতে পেরে আমরা গৌরববোধ করছি। আমরা তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছি। তরুণদের অবদানকে কোনদিনই অস্বীকার করা যাবে না। আগামী দিনে এই তরুণরাই দেশের ভালো কিছু করতে পারবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। 

জুলাই বিপ্লব কর্নার উদ্বোধন অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম ছাড়াও পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খালেকুজ্জামান রাজু, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, শহর শাখার আমীর সিরাজুস সালেহীনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, দিনাজপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ নাগরিক কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদানের শিবিরে হামলার শিকার ব্যক্তিরা 'বিপর্যয়কর পরিস্থিতিতে': এমএসএফ
নাটোরে দিন ব্যাপী হজ প্রশিক্ষণ শুরু
আমেরিকার ওয়ান্টেড সাবেক মাদক তদন্তকারীকে ভেনেজুয়েলায় গ্রেপ্তার 
পটুয়াখালীতে মায়ের সাথে খেলতে গিয়ে শিশুর রহস্যজনক মৃত্যু
সুনামগঞ্জ সীমান্তে ২ হাজার ২২০ কেজি ভারতীয় ফুসকা জব্দ
সিরিয়া থেকে প্রায় ১,০০০ সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র
সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহ না করায় দিনাজপুরের ১৪০ জন চালকল মালিকের নিবন্ধন বাতিল
বগুড়ায় পিআইবি'র মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধন
চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজের ১৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
নীলফামারিতে কাল দুদকের গণশুনানি
১০