শিরোনাম
ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপন করা হয়েছে।
দূতাবাসের বরাত দিয়ে তথ্য অধিদপ্তর আজ জানান, গত ১ ফেব্রুয়ারি ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে তারুণ্যের এই উৎসব উদযাপন করা হয়। দিবসটির প্রতিপাদ্য ছিল ‘এনগেজিং ইয়ুথ, কানেক্টিং ফিউচার’।
অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন বলেছেন, তরুণরা তাদের কর্মচাঞ্চল্য, আবেগ এবং উদ্যোগ দিয়ে নতুন পৃথিবী গড়তে সক্ষম। তাদের মাধ্যমেই বিশ্বজুড়ে পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত ড. হোসেন বলেন, তরুণরাই পারে দু’দেশের মানুষের মধ্যেকার বন্ধন জোরদার করতে। তাদের মাধ্যমেই আগামী দিনে সুন্দর, স্বপ্নময় কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।
রাষ্ট্রদূত তার বক্তব্যের শুরুতে জুলাই-আগস্ট আন্দোলনে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তিনি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পোশাক, সংস্কৃতি এবং খাবারে সাদৃশ্যের কথা তুলে ধরে বলেন, বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান এই মিল দুই দেশের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করতে পারে।
আয়োজিত অনুষ্ঠানমালায় ছিল তরুণদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা, বাংলাদেশি পোশাক, পাট ও চামড়াজাত পণ্যের প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা, মেহেদি লাগানো, মাটির পাত্রে আলপনা, বাংলাদেশি শাড়ি-পাঞ্জাবি পরিধান, দেশাত্মবোধক ভিডিওচিত্র প্রদর্শন এবং বাংলাদেশি খাবারের আয়োজন।
মিয়ানমারের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য, বাংলাদেশ কমিউনিটি এবং দূতাবাস পরিবারের সদস্যসহ প্রায় দুইশ’ তরুণ-তরুণী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা, পর্যটনকেন্দ্র, মৃৎশিল্প, পাটশিল্প, পাটজাত ও চামড়াজাত পণ্য, সিরামিক এবং রপ্তানিযোগ্য পোশাকের বেশ কয়েকটি স্টল প্রদর্শিত হয়।