ইয়াঙ্গুনে তারুণ্যের উৎসব উদযাপন

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১২
মিয়ানমারের ইয়াঙ্গুনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে তারুণ্যের উৎসব উদযাপন। ছবি: পিআইডি

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপন করা হয়েছে।

দূতাবাসের বরাত দিয়ে তথ্য অধিদপ্তর আজ জানান, গত ১ ফেব্রুয়ারি ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে তারুণ্যের এই উৎসব উদযাপন করা হয়। দিবসটির প্রতিপাদ্য ছিল ‘এনগেজিং ইয়ুথ, কানেক্টিং ফিউচার’।

অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন বলেছেন, তরুণরা তাদের কর্মচাঞ্চল্য, আবেগ এবং উদ্যোগ দিয়ে নতুন পৃথিবী গড়তে সক্ষম। তাদের মাধ্যমেই বিশ্বজুড়ে পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত ড. হোসেন বলেন, তরুণরাই পারে দু’দেশের মানুষের মধ্যেকার বন্ধন জোরদার করতে। তাদের মাধ্যমেই আগামী দিনে সুন্দর, স্বপ্নময় কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।

রাষ্ট্রদূত তার বক্তব্যের শুরুতে জুলাই-আগস্ট আন্দোলনে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

তিনি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পোশাক, সংস্কৃতি এবং খাবারে সাদৃশ্যের কথা তুলে ধরে বলেন, বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান এই মিল দুই দেশের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করতে পারে।

আয়োজিত অনুষ্ঠানমালায় ছিল তরুণদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা, বাংলাদেশি পোশাক, পাট ও চামড়াজাত পণ্যের প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা, মেহেদি লাগানো, মাটির পাত্রে আলপনা, বাংলাদেশি শাড়ি-পাঞ্জাবি পরিধান, দেশাত্মবোধক ভিডিওচিত্র প্রদর্শন এবং বাংলাদেশি খাবারের আয়োজন।

মিয়ানমারের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য, বাংলাদেশ কমিউনিটি এবং দূতাবাস পরিবারের সদস্যসহ প্রায় দুইশ’ তরুণ-তরুণী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।  

অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা, পর্যটনকেন্দ্র, মৃৎশিল্প, পাটশিল্প, পাটজাত ও চামড়াজাত পণ্য, সিরামিক এবং রপ্তানিযোগ্য পোশাকের বেশ কয়েকটি স্টল প্রদর্শিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০