দিনাজপুরে মাসব্যাপী ঐতিহ্যবাহী ‘চেরাডাঙ্গী’ মেলা শুরু

বাসস
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৭
বৃহস্পতিবার রাতে দিনাজপুরে মাসব্যাপী ঐতিহ্যবাহী ‘চেরাডাঙ্গী’ মেলা শুরু হয়। ছবি: সংগৃহীত

দিনাজপুর, ৭ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : জেলার ৭৮তম ঐতিহ্যবাহী ‘চেরাডাঙ্গী’ মেলা শুরু হয়েছে। জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল গতকাল বৃহস্পতিবার রাত ৯ টায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করেন। 

চেরাডাঙ্গী মেলা কমিটির প্রেসিডেন্ট মোঃ রাশেদ-উজ-জামান রুপন এর সভাপতিত্বে ও মেলা কমিটির সেক্রেটারি মোঃ মাজেদুর রহমান মাজেদ এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি শিল্পপতি হাফিজুর রহমান সরকার। 

অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, গ্রামীণ সংস্কৃতি সুরক্ষায় এই ঐতিহ্যবাহী চেরাডাঙ্গী মেলা দৃষ্টান্ত স্থাপন করে আসছে। প্রতি বছর একই তারিখে এই মেলা শুরু হয়ে মাসব্যাপী পরিচালিত হয়। এই অঞ্চলের মানুষের গ্রামীণ উৎসবের সাথে এবারে এই মেলায় তারুণ্যের উৎসব যোগ হয়েছে। আগামীতে এই মেলার কার্যক্রম এ অঞ্চলের তরুণরা পরিচালনা করবে। 

মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই মেলা উৎসবের মধ্য দিয়ে গ্রামীণ সংস্কৃতি টিকিয়ে রাখা মেলা পরিচালনা কমিটির অন্যতম লক্ষ্য। মেলাটি এই অঞ্চলের মানুষের প্রাণের উৎসব।

জানা যায়, এই মেলার প্রধান আকর্ষণ ঘোড়া, গরু, মহিষ, ছাগল ও ভেড়া ক্রয়-বিক্রয়। এ উপলক্ষে বিপুল সংখ্যক  ঘোড়া, গরু ও মহিষ বিক্রির জন্য আনা হয়েছে।

এছাড়াও এই অঞ্চলের মানুষ প্রতি বছর এই মেলা থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, কাঠের আসবাবপত্রসহ সাংসারিক জিনিসপত্র এখান থেকে ক্রয় করে থাকেন। মেলায় চিত্ত বিনোদনের জন্য সার্কাস, যাত্রাগান, পুতুল নাচ, নাগরদোলাসহ অন্যান্য চিত্ত বিনোদনের ব্যবস্থা রয়েছে। মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়, আজ শুক্রবার জুম্মার নামাজের পর মেলায় পশু বিক্রি শুরু হবে। 

ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, চেরাডাঙ্গী মেলা কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ মেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে চেরাডাঙ্গী মেলা কমিটির প্রতিষ্ঠাতা মরহুম ফজলে হকসহ মেলা কমিটির যে সকল নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০