শিরোনাম
টাঙ্গাইল, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : "এসো দেশ বদলাই পৃথিবী বদলাই" এই স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আজ থেকে ১০ দিনব্যাপী তারুণ্যের মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন জনসেবা চত্ত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা বেগম, জেলা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. জাফর আহমেদ প্রমুখ।
মেলায় সরকারি বিভিন্ন দফতর ও বিভিন্ন উদ্যোক্তাদের ৫৩টি স্টল রয়েছে। স্টলগুলোকে বইমেলা, পিঠা উৎসব এবং লোক ও কারুশিল্প এই তিন ভাগে ভাগ করা হয়েছে।
১০ দিনব্যাপী এই মেলায় ইউথ ফেস্টের উদ্বোধন, জুলাই অভ্যুত্থানের চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই মেলা জেলার তরুণদের মাঝে ব্যাপক সাড়া সৃষ্টির পাশাপাশি উদ্যোক্তাদের বিকাশেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের।