তরুণ প্রজন্ম দেশের সম্পদ, তারাই দেশের ভবিষ্যৎ : রংপুর বিভাগীয় কমিশনার

বাসস
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৫
আজ রবিবার রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম বক্তব্য দেন। ছবি: বাসস

রংপুর, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম বলেছেন, তরুণ প্রজন্ম আমাদের দেশের সম্পদ, তারাই দেশের ভবিষ্যৎ। তাদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও অদম্য শক্তিই পারে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেয় যে, তরুণরা সব সময় বড় পরিবর্তনের পথপ্রদর্শক। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সাম্প্রতিক উন্নয়নযাত্রায় তরুণদের ভূমিকা ছিল অবিস্মরণীয়।

তিনি আজ রবিবার রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এর আগে তিনি বেলুন উড়িয়ে কর্মশালার উদ্বোধন করেন।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারণ্যের উৎসব, ২০২৫ উৎযাপন সংক্রান্ত রংপুর বিভাগীয় কমিটির উদ্যোগে উক্ত কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো.আবু জাফর।  

কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা প্রদান করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আশরাফুল ইসলাম, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রেজাউল হক খান, রংপুর স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনজুরুল ইসলাম, রংপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শামিমা আখতার, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি প্রমুখ।

প্রধান অতিথি বলেন, ‘তারুণ্যের উৎসব ২০২৫’ তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম যেখানে তারা তাদের মেধা ও দক্ষতাকে প্রকাশ করতে পারবে। এই উদ্যোগ তরুণদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করবে। এছাড়া তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী জাগ্রত করবে এবং সমাজের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণে অনুপ্রাণিত করবে।

তিনি তরুণদের প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হয়ে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, তরুণ-তরুণী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদানের এল-ফাশারে আরএসএফ ড্রোন হামলায় ৩০ জন নিহত
মেক্সিকোতে ভারী বৃষ্টিপাতে ২৮ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
যুক্তরাষ্ট্রের আইডাহোতে কাতারের বিমান ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্রের চুক্তি
হাইতিতে অপুষ্টির ঝুঁকিতে প্রায় ৬০ লাখ মানুষ: জাতিসংঘ প্রতিবেদন
মার্কিন বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিখোঁজ ১৯
পিসিএ সমঝোতা দ্রুততম সময়ে সম্পন্ন করতে বাংলাদেশ-ইইউ ঐকমত্য
চুয়াডাঙ্গা বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় 
লিবিয়ায় আগস্ট মাসে জাতিসংঘ মিশনে রকেট হামলার ঘটনায় আটক ২
১০