শিরোনাম
মেহেরপুর, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মেহেরপুরে সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মহী উদ্দিন আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান।
কর্মশালায় বিভিন্ন দফতরের কর্মকর্তা, পুলিশ, শিক্ষার্থী, বিকাশ এজেন্টের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহন করেন।