মাগুরায় তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা 

বাসস
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৬
তারুণ্যের ভাবনায় কর্মশালা । ছবি : বাসস

মাগুরা, ১৩ ফেব্রুয়ারি,২০২৫ (বাসস): জেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে "তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। কর্মশালায় তরুণদের অংশগ্রহণে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়ন এই পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে সুপারিশ প্রণয়ন করা হয়।

জেলা প্রশাসক বলেন, তরুণরা দেশের ভবিষ্যৎ। তাদের চিন্তাভাবনা ও উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি দেশকে সামনে এগিয়ে নিতে সহায়তা করবে। 

কর্মশালায় অংশগ্রহণকারীরা স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়ন বিষয়ে নানা গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য সুপারিশসমূহ হলো, মাদকমুক্ত সমাজ গঠন, বিনামূল্যে চিকিৎসা সেবা, মানসিক স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং রক্ত সরবরাহ নিশ্চিতকরণ।

যুগোপযোগী শিক্ষা নীতি, কারিগরি শিক্ষার সময় বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি বন্ধ এবং গবেষণার সুযোগ বৃদ্ধি।

কৃষকদের জন্য বিনামূল্যে সার ও বীজ সরবরাহ, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং ফসল সংরক্ষণের ব্যবস্থা।
দূষণরোধে কঠোর ব্যবস্থা, বন উজাড় বন্ধ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি।

নারীর ক্ষমতায়ন, শিশুশ্রম বন্ধ, দুর্নীতিমুক্ত বিচার বিভাগ এবং বেকারত্ব দূরীকরণ।

অনুষ্ঠানে জেলার  বিভিন্ন তরুণ সংগঠনের সদস্য, শিক্ষার্থী, সমাজকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন
৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
মাদক বহনের দায়ে গ্রেফতার কির্টন
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
উৎসবমুখর পরিবেশে সাইকেল লেন দিবস উদযাপিত
বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠক 'আশার আলো' তৈরি করছে: মির্জা ফখরুল
সাতক্ষীরায় দর্শনার্থীদের পদচারনায় মুখরিত রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট
পরিবার পরিকল্পনা বিভাগের টিম ওয়ার্ক, ঈদের বন্ধে চট্টগ্রামে ১০৭টি নরমাল ডেলিভারি সম্পন্ন
প্রধান উপদেষ্টা থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন 
নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় এবি পার্টি
১০