মাগুরায় তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা 

বাসস
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৬
তারুণ্যের ভাবনায় কর্মশালা । ছবি : বাসস

মাগুরা, ১৩ ফেব্রুয়ারি,২০২৫ (বাসস): জেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে "তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। কর্মশালায় তরুণদের অংশগ্রহণে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়ন এই পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে সুপারিশ প্রণয়ন করা হয়।

জেলা প্রশাসক বলেন, তরুণরা দেশের ভবিষ্যৎ। তাদের চিন্তাভাবনা ও উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি দেশকে সামনে এগিয়ে নিতে সহায়তা করবে। 

কর্মশালায় অংশগ্রহণকারীরা স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়ন বিষয়ে নানা গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য সুপারিশসমূহ হলো, মাদকমুক্ত সমাজ গঠন, বিনামূল্যে চিকিৎসা সেবা, মানসিক স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং রক্ত সরবরাহ নিশ্চিতকরণ।

যুগোপযোগী শিক্ষা নীতি, কারিগরি শিক্ষার সময় বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি বন্ধ এবং গবেষণার সুযোগ বৃদ্ধি।

কৃষকদের জন্য বিনামূল্যে সার ও বীজ সরবরাহ, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং ফসল সংরক্ষণের ব্যবস্থা।
দূষণরোধে কঠোর ব্যবস্থা, বন উজাড় বন্ধ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি।

নারীর ক্ষমতায়ন, শিশুশ্রম বন্ধ, দুর্নীতিমুক্ত বিচার বিভাগ এবং বেকারত্ব দূরীকরণ।

অনুষ্ঠানে জেলার  বিভিন্ন তরুণ সংগঠনের সদস্য, শিক্ষার্থী, সমাজকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদানের এল-ফাশারে আরএসএফ ড্রোন হামলায় ৩০ জন নিহত
মেক্সিকোতে ভারী বৃষ্টিপাতে ২৮ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
যুক্তরাষ্ট্রের আইডাহোতে কাতারের বিমান ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্রের চুক্তি
হাইতিতে অপুষ্টির ঝুঁকিতে প্রায় ৬০ লাখ মানুষ: জাতিসংঘ প্রতিবেদন
মার্কিন বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিখোঁজ ১৯
পিসিএ সমঝোতা দ্রুততম সময়ে সম্পন্ন করতে বাংলাদেশ-ইইউ ঐকমত্য
চুয়াডাঙ্গা বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় 
লিবিয়ায় আগস্ট মাসে জাতিসংঘ মিশনে রকেট হামলার ঘটনায় আটক ২
১০