মাগুরায় তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা 

বাসস
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৬
তারুণ্যের ভাবনায় কর্মশালা । ছবি : বাসস

মাগুরা, ১৩ ফেব্রুয়ারি,২০২৫ (বাসস): জেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে "তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। কর্মশালায় তরুণদের অংশগ্রহণে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়ন এই পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে সুপারিশ প্রণয়ন করা হয়।

জেলা প্রশাসক বলেন, তরুণরা দেশের ভবিষ্যৎ। তাদের চিন্তাভাবনা ও উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি দেশকে সামনে এগিয়ে নিতে সহায়তা করবে। 

কর্মশালায় অংশগ্রহণকারীরা স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়ন বিষয়ে নানা গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য সুপারিশসমূহ হলো, মাদকমুক্ত সমাজ গঠন, বিনামূল্যে চিকিৎসা সেবা, মানসিক স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং রক্ত সরবরাহ নিশ্চিতকরণ।

যুগোপযোগী শিক্ষা নীতি, কারিগরি শিক্ষার সময় বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি বন্ধ এবং গবেষণার সুযোগ বৃদ্ধি।

কৃষকদের জন্য বিনামূল্যে সার ও বীজ সরবরাহ, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং ফসল সংরক্ষণের ব্যবস্থা।
দূষণরোধে কঠোর ব্যবস্থা, বন উজাড় বন্ধ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি।

নারীর ক্ষমতায়ন, শিশুশ্রম বন্ধ, দুর্নীতিমুক্ত বিচার বিভাগ এবং বেকারত্ব দূরীকরণ।

অনুষ্ঠানে জেলার  বিভিন্ন তরুণ সংগঠনের সদস্য, শিক্ষার্থী, সমাজকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০