চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

বাসস
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৪
চুয়াডাঙ্গা জেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন। ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ( বাসস) : জেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ চত্ত্বরে ফিতা কেটে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার।

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা শুরু হয়েছে।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে একই স্থানে এসে শেষ হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি বলেন, মেলায় কৃষকদের উৎপাদিত পণ্য স্থান পেয়েছে। যাতে অন্য কৃষকরা এখান থেকে কীভাবে ভালো ফসল ফলানো যায় সেই বিষয়ে ধারণা লাভ করবে। মেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

এ মেলায় ১৪টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোর মধ্য রয়েছে সবজি, ফল, ফুল, ভেষজ, কৃষি যন্ত্রপাতি। মেলা চলবে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। আগামী  ২০ ফেব্রুয়ারি মেলা শেষ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কাজ করছে প্রেস কাউন্সিল : বিচারপতি আব্দুল হাকিম
তাইজুল-নাইমের বোলিংয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
যুবদল নেতা শামীম হত্যা মামলায় কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম কারাগারে
দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাসমূহের তিন দিনব্যাপী কর্মশালা শুরু 
জামিন পেলেন মডেল মেঘনা আলম
নারী খতনা রোধে স্বাস্থ্যকর্মীদের জন্য নতুন নির্দেশিকা প্রণয়ন করেছে ডব্লিউএইচও
হবিগঞ্জে বজ্রপাতে একজন নিহত 
কুষ্টিয়ায় চালের বাজারে স্বস্তি, দাম কমেছে কেজিতে ৬ থেকে ১০ টাকা
সিলেটে আইনগত সহায়তা দিবস পালিত
চিন্তা ও উদ্ভাবনের আলোকে ভাষা ও সাহিত্য সমৃদ্ধ করা যায়: বাংলা একাডেমি মহাপরিচালক
১০