দিনাজপুর ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

বাসস
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০১ আপডেট: : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৯
দিনাজপুর হাকিমপুর উপজেলায় হিলিতে তারুণ্যের উৎসব রংপুর বিভাগের কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। ছবি : বাসস

দিনাজপুর, ২৫ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার  হাকিমপুর উপজেলায় হিলিতে তারুণ্যের উৎসব উপলক্ষে রংপুর বিভাগের কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্ত্বরে কৃষি সম্পাসরণ অধিদপ্তরের আয়োজনে কৃষি বিষয়ক এই মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। মেলাতে ২৪ টি স্টলে কৃষকরা তাদের বিভিন্ন ফলজ বনজ ও ঔষধি  গাছের চারা  ও কৃষি পণ্য সাজিয়ে রেখেছেন। 

আধুনিক কৃষি প্রযুক্তিতে তরুণদের আগ্রহ সৃষ্টি করতে এসব কৃষি পণ্য তাদের কৃষি কাজে আগ্রহ সৃষ্টি করতে উৎসাহ  যোগাবে। তরুণদের কৃষি কাজে উৎসাহ দিতে কৃষি বিভাগ এই মেলার আয়োজন করেছেন বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।

এর আগে উপজেলা   চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয় হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের সড়ক পদক্ষেপ শেষে আবারও উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে কৃষকদের অংশগ্রহণে কৃষি বিষয় নিয়ে সফলতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়। আলোচনা সভা শেষে অতিথিরা মেলার স্টল গুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান,জামায়াতে ইসলামী উপজেলা আমির আমিনুল ইসলাম সহ অনেকে।

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে এবারে সীমান্তবর্তী হাকিমপুর উপজেলাকে কৃষি বিভাগ চিহ্নিত করে তারুণ্যের উৎসব এই কৃষি পণ্যের মেলার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ৩ দিন ব্যাপী মেলা আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন
৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
মাদক বহনের দায়ে গ্রেফতার কির্টন
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
উৎসবমুখর পরিবেশে সাইকেল লেন দিবস উদযাপিত
বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠক 'আশার আলো' তৈরি করছে: মির্জা ফখরুল
সাতক্ষীরায় দর্শনার্থীদের পদচারনায় মুখরিত রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট
পরিবার পরিকল্পনা বিভাগের টিম ওয়ার্ক, ঈদের বন্ধে চট্টগ্রামে ১০৭টি নরমাল ডেলিভারি সম্পন্ন
প্রধান উপদেষ্টা থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন 
নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় এবি পার্টি
১০