হাবিপ্রবিতে তারুণ্যের উৎসব ইয়ুথ সামিট

বাসস
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৪:৪৮
রোববার দুপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- হাবিপ্রবিতে তারুণ্যের উৎসব দিনব্যাপী ইয়ুথ সামিট অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

দিনাজপুর, ২ মার্চ, ২০২৫ (বাসস) : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- হাবিপ্রবিতে তারুণ্যের উৎসব দিনব্যাপী ইয়ুথ সামিট অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুর ২ টায় দিনাজপুর হাবিপ্রবি'র জনসংযোগ বিভাগের পরিচালক মোঃ খাদেমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ রোববার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত দিনাজপুর হাবিপ্রবিতে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অফ এইচএসটিইউ-এর আয়োজনে ইয়ুথ সামিট তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ সামিটের মূল প্রতিপাদ্য ছিল তরুণদের জন্য ‘পলিসি এবং লিডারশিপ’ তৈরিতে অগ্রগতি করা।

সামিটে নীতি সুপারিশ ও ফলাফল, নেতৃত্ব এবং সমস্যা সমাধান নিয়ে বিভিন্ন সেশন আয়োজন করা হয়। বিশেষ ভাবে, শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, গণতন্ত্র ও যুব-রাজনীতি—এ ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সেশন শেষে অংশ গ্রহণকারীরা এ বিষয়গুলোর উপর গ্রুপ প্রেজেন্টেশন ও মুক্ত আলোচনায় অংশ নেয়।

অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা বলেন,তারুণ্যের উৎসব, ‘এ সামিটে আমাদের নীতি নির্ধারণ ও নেতৃত্বের গুরুত্ব সম্পর্কে গভীর ভাবে ভাবতে শিখিয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গ্রুপ ওয়ার্কের মাধ্যমে বাস্তব সম্মত সমাধান খুঁজতে পেরেছি। এটি আমাদের চিন্তা শক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়িয়েছে, যা ভবিষ্যতে আমাদের মত তরুণদের নেতৃত্বের ক্ষেত্রে কাজে লাগবে।’

এ বিষয়ে ক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম রাকিব বলেন, আমরা তরুণরা দেশের ভবিষ্যৎ আর সেই ভবিষ্যৎ গঠনের জন্য নীতি নির্ধারণ ও নেতৃত্ব সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কোহলি-ক্রুনালের ব্যাটে শীর্ষে ব্যাঙ্গালুরু
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ১৮২৩ মামলা 
মুন্সীগঞ্জে গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার
'গোলাগুলি থামান', 'চুক্তি সই করুন' : পুতিনকে ট্রাম্প
নেত্রকোনার হাওরাঞ্চলের পিয়াইন নদী এখন ফসলের মাঠ
তথ্য ফাঁসের পর সিম কার্ড পরিবর্তন শুরু করলো দক্ষিণ কোরিয়ার এসকে টেলিকম
ডিএনসিসি’র সব প্রকল্পের তথ্য ওয়েবসাইটে প্রকাশের মাধ্যেম জবাবদিহিতা নিশ্চিত করা হবে : মোহাম্মদ এজাজ
হতাশার সেশন বাংলাদেশের
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ২৫ মে প্রতিবেদন দাখিলের নির্দেশ
উত্তর কোরিয়ার সৈন্যদের কৃতিত্বের প্রশংসায় পুতিন
১০