দিনাজপুরে অনূর্র্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ শুরু

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৪:০৪ আপডেট: : ২৯ এপ্রিল ২০২৫, ১৪:০৯

দিনাজপুর, ২৯ এপ্রিল ২০২৫ (বাসস) : দিনাজপুর  জেলা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচিতে তারুণ্যের উৎসবের আওতায় ২১ দিনব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে।

আজ সকাল ৯টায় দিনাজপুর জেলা ক্রীড়া দপ্তরের ব্যবস্থাপনায় গোর- এ শহীদ বড় ময়দানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর এ আলম।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন স্কুল ও ক্লাবের ২৫ জন ছেলে এবং ১৫ জন মেয়েসহ মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে।

প্রধান অতিথির বক্তব্যে  মোহাম্মদ নূর এ আলম বলেন, একজন ভালো খেলোয়ার বা একজন ভালো শিক্ষার্থী হতে হলে চাই অধ্যাবসায়। তবে লেখাপড়া ছাড়া শুধু খেলাধুলায় মন দিলে চলবে না। পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা চর্চা করতে হবে।

জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন। 

এই প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজকরা জানান ২১ দিনব্যাপী প্রশিক্ষন প্রতিদিন দুই বেলা চলবে। প্রশিক্ষকের দায়িত্বে আছেন সাবেক ফুটবলার ও এএফসির সি লাইসেন্স প্রাপ্ত কোচ মো. সোহেল রানা এবং নুর ইসলাম বেলাল। 

প্রশিক্ষন শেষে ৬ জনকে বাছাই করে রংপুর বিভাগে পাঠানো হবে। রংপুর বিভাগের জেলাগুলো থেকে মোট ১৬ জনকে চূড়ান্ত বাছাই করা হবে। বাছাইকৃত ফুটবলাররা ঢাকায় অনুষ্ঠিতব্য ডেভেলপমেন্ট কাপ টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে কমতে পারে দিনের তাপমাত্রা 
সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের গভীর শোক
গাজায় ইসরাইলের গুলিবর্ষণ বন্ধ, বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছে
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
১০