দিনাজপুরে অনূর্র্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ শুরু

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৪:০৪ আপডেট: : ২৯ এপ্রিল ২০২৫, ১৪:০৯

দিনাজপুর, ২৯ এপ্রিল ২০২৫ (বাসস) : দিনাজপুর  জেলা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচিতে তারুণ্যের উৎসবের আওতায় ২১ দিনব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে।

আজ সকাল ৯টায় দিনাজপুর জেলা ক্রীড়া দপ্তরের ব্যবস্থাপনায় গোর- এ শহীদ বড় ময়দানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর এ আলম।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন স্কুল ও ক্লাবের ২৫ জন ছেলে এবং ১৫ জন মেয়েসহ মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে।

প্রধান অতিথির বক্তব্যে  মোহাম্মদ নূর এ আলম বলেন, একজন ভালো খেলোয়ার বা একজন ভালো শিক্ষার্থী হতে হলে চাই অধ্যাবসায়। তবে লেখাপড়া ছাড়া শুধু খেলাধুলায় মন দিলে চলবে না। পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা চর্চা করতে হবে।

জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন। 

এই প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজকরা জানান ২১ দিনব্যাপী প্রশিক্ষন প্রতিদিন দুই বেলা চলবে। প্রশিক্ষকের দায়িত্বে আছেন সাবেক ফুটবলার ও এএফসির সি লাইসেন্স প্রাপ্ত কোচ মো. সোহেল রানা এবং নুর ইসলাম বেলাল। 

প্রশিক্ষন শেষে ৬ জনকে বাছাই করে রংপুর বিভাগে পাঠানো হবে। রংপুর বিভাগের জেলাগুলো থেকে মোট ১৬ জনকে চূড়ান্ত বাছাই করা হবে। বাছাইকৃত ফুটবলাররা ঢাকায় অনুষ্ঠিতব্য ডেভেলপমেন্ট কাপ টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০