নওগাঁয় অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ শুরু

বাসস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৭:০৯
নওগাঁয় অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ শুরু -ছবি : বাসস

নওগাঁ, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস) : এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় শুরু হয়েছে অনূর্ধ্ব-১৫ বালকদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ।

বুধবার সকাল ১০টায় জেলা স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। 

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা চর্চা করতে হবে। খেলাধুলার মাধমে শরীর চর্চার পাশাপাশি মন সুস্থ চিন্তার দিকে ধাবিত হবে। এমন উদ্যোগ তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে।

পরে জেলা প্রশাসক অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীদের মাঝে জার্সি বিতরণ করেন।

মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার এনামুল হক।  

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহম্মেদ, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ।

আয়োজকরা জানান, মাসব্যাপী চলা এই ফুটবল প্রশিক্ষণে বাছাই পর্বে বিভিন্ন উপজেলা থেকে ১০০ জন প্রশিক্ষনার্থী অংশ নিয়েছিল। তাদের মধ্যে থেকে ৪০ জনকে চূড়ান্তভাবে বাছাই করা হয়। 

এই ধরনের প্রশিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে প্রান্তিক পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করা। পরবর্তীতে তাদেরকে বিভাগীয় পর্যায়ে পাঠানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে কমতে পারে দিনের তাপমাত্রা 
সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের গভীর শোক
গাজায় ইসরাইলের গুলিবর্ষণ বন্ধ, বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছে
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
১০