নওগাঁয় অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ শুরু

বাসস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৭:০৯
নওগাঁয় অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ শুরু -ছবি : বাসস

নওগাঁ, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস) : এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় শুরু হয়েছে অনূর্ধ্ব-১৫ বালকদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ।

বুধবার সকাল ১০টায় জেলা স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। 

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা চর্চা করতে হবে। খেলাধুলার মাধমে শরীর চর্চার পাশাপাশি মন সুস্থ চিন্তার দিকে ধাবিত হবে। এমন উদ্যোগ তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে।

পরে জেলা প্রশাসক অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীদের মাঝে জার্সি বিতরণ করেন।

মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার এনামুল হক।  

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহম্মেদ, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ।

আয়োজকরা জানান, মাসব্যাপী চলা এই ফুটবল প্রশিক্ষণে বাছাই পর্বে বিভিন্ন উপজেলা থেকে ১০০ জন প্রশিক্ষনার্থী অংশ নিয়েছিল। তাদের মধ্যে থেকে ৪০ জনকে চূড়ান্তভাবে বাছাই করা হয়। 

এই ধরনের প্রশিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে প্রান্তিক পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করা। পরবর্তীতে তাদেরকে বিভাগীয় পর্যায়ে পাঠানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাছাইপর্বের জন্য সানেকে দলে ফিরিয়েছে জার্মানী, নতুন মুখ এল মালা
সুনামগঞ্জে মরমী কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উপলক্ষে প্রস্তুতিসভা
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ
বরগুনায় যৌথ বাহিনীর অভিযানে জাটকা জব্দ 
হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
৩ জেলায় ইটভাটায় অভিযান : ২৪ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অক্টোবর মাসে ২,৩২৪ টি ফৌজদারি ও ৩৪৩ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করেছে
দেশের শীর্ষ ১০ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে বিজিএমইএ’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত
১০