নওগাঁয় অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ শুরু

বাসস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৭:০৯
নওগাঁয় অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ শুরু -ছবি : বাসস

নওগাঁ, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস) : এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় শুরু হয়েছে অনূর্ধ্ব-১৫ বালকদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ।

বুধবার সকাল ১০টায় জেলা স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। 

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা চর্চা করতে হবে। খেলাধুলার মাধমে শরীর চর্চার পাশাপাশি মন সুস্থ চিন্তার দিকে ধাবিত হবে। এমন উদ্যোগ তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে।

পরে জেলা প্রশাসক অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীদের মাঝে জার্সি বিতরণ করেন।

মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার এনামুল হক।  

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহম্মেদ, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ।

আয়োজকরা জানান, মাসব্যাপী চলা এই ফুটবল প্রশিক্ষণে বাছাই পর্বে বিভিন্ন উপজেলা থেকে ১০০ জন প্রশিক্ষনার্থী অংশ নিয়েছিল। তাদের মধ্যে থেকে ৪০ জনকে চূড়ান্তভাবে বাছাই করা হয়। 

এই ধরনের প্রশিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে প্রান্তিক পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করা। পরবর্তীতে তাদেরকে বিভাগীয় পর্যায়ে পাঠানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাদের দক্ষিণ-পশ্চিমে সংঘর্ষে ৩৫ জন নিহত : সরকার
‘পুতিনের ওপর চাপ সৃষ্টি করার সময় এসেছে’ : যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী
গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ নিহত ২, আহত ২০
গাজা হত্যাযজ্ঞের প্রতিবাদ : মার্কিন সিনেট থেকে বের করে দেওয়া হলো বেন কোহেনকে
বৈষম্য ঘুচিয়ে নারীদের এগিয়ে নিতে কাজ করছে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব
ইউরোপে স্থায়ী হতে পারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া : গবেষণা
জবি ছাত্র-শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানার আহ্বান জামায়াতের
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে মহামারি চুক্তি ও বাজেট সংকোচন নিয়ে আলোচনা
যুদ্ধবিরতি আলোচনায় রাশিয়া ‘যথেষ্ট আন্তরিক’ নয় : জেলেনস্কি
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি চায়না সোহেল গ্রেফতার
১০