মাগুরায় অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণ শুরু

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৭:২৩ আপডেট: : ০৫ মে ২০২৫, ২০:৫১
ক্রীড়া পরিদপ্তরের ২০২৪-২৫ সালের বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় শুরু হয়েছে অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণ -ছবি : বাসস

মাগুরা, ৫ মে, ২০২৫ (বাসস) : ক্রীড়া পরিদপ্তরের ২০২৪-২৫ সালের বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় শুরু হয়েছে অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি। 

আজ সকাল সাড়ে ১১টায় মাগুরা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া কার্যক্রম অপরিহার্য। বিশেষ করে সাঁতার একদিকে যেমন আত্মরক্ষার হাতিয়ার, তেমনি সুস্থ জীবনের চাবিকাঠি। তিনি আরও বলেন, এই প্রশিক্ষণ থেকে অংশগ্রহণকারীরা যেমন সাঁতার শিখবে, তেমনি তাদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলি গড়ে উঠবে।

শিক্ষা অফিসার আলমগীর হোসেন বলেন, ক্রীড়া ও শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করা সম্ভব। এ ধরনের বিভিন্ন কার্যক্রমে তিনি প্রশিক্ষণার্থীদের নিয়মিত অংশগ্রহণের পাশাপাশি অভিভাবকদের সহযোগিতা কামনা করেছেন।

মাগুরা জেলা ক্রীড়া অফিসার অনামিকা কুরি জানান, এই সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন স্কুলের প্রতিভাবান শিশুদের খুঁজে বের করা হবে এবং ভবিষ্যতে তাদের জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরী করে দেয়া হবে।  

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়া সংগঠক, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও প্রশিক্ষণার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জন নিহত
ঢাকার ফুটপাত ও সড়ক পথচারীদের জন্য নিরাপদ করা হবে: ডিএনসিসি প্রশাসক 
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর উদ্যোগে বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ
সবার জন্য চিকিৎসাসেবা উন্মুক্ত করেছে চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতাল
বঙ্গোপসাগরকে প্লাস্টিক দূষণ থেকে মুক্ত করতে উদ্যোগ গ্রহণ
সিলেটে ৬ ডাকাত সদস্য গ্রেফতার
মহাখালী হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার চালু
চীনা আধুনিকীকরণ বাংলাদেশের জন্য অনুকরণীয় নজির হতে পারে : রাষ্ট্রদূত
আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবি পার্টির অভিনন্দন 
বৈশ্বিক যুদ্ধ-বিগ্রহ বন্ধের আহ্বান পোপের
১০