এনসিসি’র চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ২০:২৮

ঢাকা, ৬ মে ২০২৫ (বাসস) : ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপের (এনসিসি) ৪৩তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ জেলা। 

আজ কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে কিশোরগঞ্জ ১৮৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে কুমিল্লা জেলাকে।

চার দিনের ম্যাচে সাত উইকেট নিয়ে কিশোরগঞ্জের জয়ে অবদান রেখেছেন শরিফুল ইসলাম। এর মধ্যে চতুর্থ ইনিংসে ৫১ রানে ৬ উইকেট নিয়েছেন। 

কিশোরগঞ্জের ছুঁড়ে দেওয়া ৩৩৭ রানের বড় টার্গেটে খেলতে নেমে ১৫২ রানে অলআউট হয় কুমিল্লা। 

শরিফুলের দুর্দান্ত বোলিংয়ের সামনে লড়াই করার চেষ্টা করেন ওপেনার পরান এবং মিডল অর্ডার ব্যাটার রুবেল মিয়া। দু’জনই ৫১ রান আউট হলে দলের হারের ব্যবধান কমে। দলের অন্য কোন ব্যাটার ২০ রানের গন্ডিও পার করতে পারেননি।

শরিফুলের পর কিশোরগঞ্জের হয়ে বল হাতে তৌফিক আহমেদ ২৮ রানে ৩ উইকেট এবং দীন মোহাম্মদ ৩১ রানে ১ উইকেট নেন। 

এর আগে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ২৪৪ রান অলআউট হয় কিশোরগঞ্জ। রেদোয়ান হোসেন সর্বোচ্চ ৪৫ এবং জাহিদুজ্জামান ৪১ রান করেন।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৮২ রানে অলআউট হয় কুমিল্লা। ফলে প্রথম ইনিংস থেকে ১৬২ রানে পিছিয়ে পড়ে কুমিল্লা।

বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ১৭৪ রানে অলআউট হয় কিশোরগঞ্জ। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন আমির হোসেন।

ম্যাচ ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের শরিফুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০