দিনাজপুরে অনূর্ধ্ব-১৫ শিক্ষার্থীদের সাঁতার প্রশিক্ষণ শুরু

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৮:৩৭
দিনাজপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে অনূর্ধ্ব-১৫ শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ শুরু - বাসস : বাসস

দিনাজপুর ৮ মে, ২০২৫ (বাসস) : দিনাজপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির আওতায় অনূর্ধ্ব-১৫ শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ শুরু হয়েছে।

সাঁতার প্রতিযোগিতায় সদর উপজেলার ৬টি স্কুলের ৪০ জন তরুণ শিক্ষার্থী অংশ নিয়েছে।

আজ সকাল ১০ টায় দিনাজপুর জেলা ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় শহরের গোবরাপাড়া সুইমিংপুল চত্বরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান প্রধান অতিথি হিসেবে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করেন।

দিনাজপুর জেলা ক্রীড়া কর্মকর্তা মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আলাউদ্দীন আল আজাদ। এছাড়া সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকগন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, "ক্রীড়াই শক্তি, ক্রীড়াই  বল" এই স্লোগানকে সামনে রেখে অংশগ্রহণকারী তরুণদের সাঁতার প্রতিযোগিতায় মনোযোগী হয়ে প্রশিক্ষণে এগিয়ে যেতে হবে। তবেই প্রশিক্ষণে সফল হওয়া যাবে। তিনি বলেন, সাঁতারের চেয়ে বড় আর কোন শারীরিক ব্যায়াম নেই। যারা নিয়মিত সাঁতারে অংশ নেন তাদের জটিল কোন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। সাঁতার প্রশিক্ষণে মনোযোগী হবার জন্য তিনি পরামর্শ দেন।

পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে জার্সি বিতরণ করেন।

আয়োজকরা জানান, সাঁতার প্রশিক্ষণে জেলার সদর উপজেলার ৬টি স্কুলের ৪০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। স্কুলগুলো হলো- সদর উপজেলার গোসাইপুর উচ্চ বিদ্যালয়, চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজ, মানিকপীর উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ আলী এন্ড ফয়জুন্নেছা হাই স্কুল, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় ও চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ।

আগামী ২১ দিনব্যাপী এই ৪০ জন তরুণকে ৫০ থেকে ২০০ মিটারের ৪ প্রকার ইভেন্টে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ প্রদান করবেন সদর উপজেলার চেহেলগাজী শিক্ষা নিকেতন এন্ড কলেজের শারীরিক শিক্ষক ওবায়দুর রহমান ও চেরাডাঙ্গি স্কুলের আলী নুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচন যখনই হোক সফল করতে প্রস্তুতি চলছে: সিইসি
জুলাই-এপ্রিলে আরএমজি রপ্তানি ৩২.৬৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১০ শতাংশ
লিটনের নেতৃত্বের প্রশংসায় সালাহউদ্দিন
বিদ্যমান আইনকে যুগোপযোগী করার সুপারিশ স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের
জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার উদ্বোধন
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ টেইট
টাঙ্গাইলে অটোরিকশার ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত
চীনের নানজিং ইউনিভার্সিটির সঙ্গে ঢাবি’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত
খাদ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রতিনিধিদলের বৈঠক
১০