‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’: চট্টগ্রামে ১৭ জনকে ইয়েস কার্ড

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৮:৩৬ আপডেট: : ১৪ মে ২০২৫, ২০:৪৭

ঢাকা, ১৪ মে ২০২৫ (বাসস) : ঢাকার পর বন্দর নগরী চট্টগ্রামে সম্পন্ন হলো সুইমিং ফেডারেশনের প্রতিভা অন্বেষণ কার্যক্রম 'সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ'। চট্টগ্রাম বিভাগীয় সুইমিংপুলে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই পাঁচ জেলা থেকে সাঁতারু বাছাই করা হয়। 

চট্টগ্রাম বিভাগের পাঁচটি জেলা থেকে ১৭ জন সাঁতারুকে বাছাই করেছে সুইমিং ফেডারেশন। চট্টগ্রামে ট্যালেন্ট হান্টে ভালো সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, ‘এখানে ঢাকার মতোই বলবো। তবে শারীরিক দিক বিবেচনা করলে চট্টগ্রামে আমরা ঢাকার চেয়ে ভালো সাঁতারু পেয়েছি।’ 

গত ১০ মে শুরু হয় 'সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ'। মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে এই ট্যালেন্ট হান্ট কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

এই ট্যালেন্ট হান্টে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবে তাদের জন্য সব রকমের সুযোগ সুবিধাই রাখছে সুইমিং ফেডারেশন। এ প্রসঙ্গে সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন বলেন, ‘আমাদের ব্যবস্থাপনায় তাদেরকে আমরা আমাদের নিজস্ব ক্যাম্পে রাখবো। তাদের থাকার ব্যবস্থা, খাবার একই সাথে পড়াশুনার সব ব্যবস্থাই করা হবে। এই ধরনের কার্যক্রমে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে বাচ্চাদের জন্য স্কুলের ব্যবস্থা করা। স্কুলের জন্য অনেকেই এই ধরনের কার্যক্রমে অংশ নেয়না। অভিভাবকরা তাদের দিতে চান না। সেক্ষেত্রে আমাদের সুইমিং ফেডারেশনের সভাপতি নৌবাহিনী প্রধান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। চূড়ান্তভাবে যেসব বাচ্চারা নির্বাচিত হবে তারা নৌবাহিনীর স্কুলে পড়ার সুযোগ পাবে। আমি মনে করি এই সুযোগ যেন কোন অভিভাবক মিস না করে।'

সমাপনী অনুষ্ঠানে উত্তীর্ণ সাঁতারুদের ইয়েস কার্ড প্রদান করা হয়। সাঁতারুদের হাতে ইয়েস কার্ড তুলে দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক ক্রীড়া সাজিয়া আফরিন ও নৌবাহিনীর কমান্ডার আলিমুল ইসলাম।

৯ থেকে ১১ বছর এবং ১২ থেকে ১৫ বছর এই দুই ক্যাটাগরিতে হচ্ছে বাছাই প্রক্রিয়া। দেশের ৬৪টি জেলা থেকে সাঁতারু বাছাই করতে ১৫টি ভেন্যু নির্ধারণ করেছে সুইমিং ফেডারেশন। ঢাকা ও চট্টগ্রাম ছাড়া বাকি ১৩টি ভেন্যু হচ্ছে চাঁদপুর, সিলেট, কিশোরগঞ্জ, খুলনা, যশোর, কুষ্টিয়া, পাবনা, বরিশাল, মাদারীপুর, রংপুর, ময়মনসিংহ, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ। 

৩৭তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতার জন্য ১৫-২৬ মে পর্যন্ত ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের সকল কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তী ভেন্যু হিসেবে ২৮ মে সিলেট ও বরিশালে অনুষ্ঠিত হবে 'সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ' কার্যক্রম। 

পুরো বাছাই প্রক্রিয়াকে তিনটি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্ব চলবে ৩০ জুন পর্যন্ত। এই পর্বে ৬৪ টি জেলা থেকে ৬০০ জন সাঁতারু বাছাই করবে সুইমিং ফেডারেশন। দ্বিতীয় পর্ব ঢাকায় অনুষ্ঠিত হবে ১৫ জুলাই থেকে ২ অক্টোবর পর্যন্ত। বাছাই পর্বের এই ধাপে সাঁতারুর সংখ্যা কমিয়ে ১০০ জনে আনা হবে। এরপর ৫ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত তৃতীয় পর্বে ৫০ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। সেরা ৫০ সাঁতারুকে দুই বছর প্রশিক্ষণ দেয় হবে। এই কার্যক্রম চলবে এ বছর ১০ নভেম্বর থেকে ২০২৭ সালের ১০ নভেম্বর পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, রাষ্ট্র পুনর্গঠনের মূলমন্ত্র : ড. জিয়াউদ্দিন হায়দার
যুক্তরাজ্যের বাণিজ্য দূতকে প্রধান উপদেষ্টা : ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার অঙ্গীকারবদ্ধ
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে আটক ২২৪
বিগত সরকারের ১৫ বছরের শাসনামলে গণমাধ্যমের ভূমিকার আত্মসমালোচনা হওয়া প্রয়োজন : তথ্য উপদেষ্টা
শিক্ষা খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও নেপাল
যুদ্ধবিরতি গাজাবাসীর জন্য স্বস্তির, তবে স্বাধীন ফিলিস্তিনের বিকল্প নয় : ইসলামী আন্দোলন
ডেঙ্গু আক্রান্ত ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮১
এনসিপি শাপলা প্রতীক পাবে, আমরা আশাবাদী : নাসির উদ্দিন পাটোয়ারী 
বাংলাদেশে বিনিয়োগের জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময় : বিডা
চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন পেলেন ৭ ব্যবসায়ী
১০