সিরাজগঞ্জে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৬:২৬ আপডেট: : ১৫ মে ২০২৫, ১৬:৪৭
সিরাজগঞ্জে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত -ছবি : বাসস

সিরাজগঞ্জ, ১৫ মে ২০২৫ (বাসস) : যুব উন্নয়ন  প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়ন অধিদপ্তর এবং সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় অনূর্ধ্ব-১৬ বালকদের ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা গতকাল শেষ হয়েছে।  

ভলিবল প্রতিযোগিতায় সিরাজগঞ্জ কালেক্টরেট  স্কুল এন্ড কলেজকে পরাজিত করে কাজিপুর উপজেলা মেঘাই ইউসুফ  উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের (ঢাকা) পরিচালক(দারিদ্র্য বিমোচন ও ঋণ) প্রিয়সিন্ধু তালুকদার।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো: নুরে এলাহী।  এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো: শরীফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন এর উপ পরিচালক মো: ফারুক  আহামেদ, প্রেস ক্লাবের সভাপতি মো: হারুন অর রশিদ খান হাসান। এছাড়াও যুব উন্নয়নের সহকারী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড়বৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 

৪ টি দলের ব্যাডমিন্টন খেলোয়াড় সহ মোট ৪৮ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নেয়।

বিকেলে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি, মেডেল বিতরন করা হয়। 

খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন সাবেক ভলিবল খেলোয়াড় ও জেলা ভলিবল কোচ আব্দুল্লাহ আল মাহমুদ এবং  সহকারী শিক্ষক খোকন।  ব্যাডমিন্টন খেলা পরিচালনা করেন পাইকপাড়া বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জনাব মো:  হাফিজুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুদ্ধবিরতি গাজাবাসীর জন্য স্বস্তির, তবে স্বাধীন ফিলিস্তিনের বিকল্প নয় : ইসলামী আন্দোলন
ডেঙ্গু আক্রান্ত ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮১
এনসিপি শাপলা প্রতীক পাবে, আমরা আশাবাদী : নাসির উদ্দিন পাটোয়ারী 
বাংলাদেশে বিনিয়োগের জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময় : বিডা
চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন পেলেন ৭ ব্যবসায়ী
২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩.৬৯ শতাংশ
জাপানের অর্থায়নে বৃত্তিপ্রাপ্তদের সম্মেলন : অংশীদারিত্ব ও জ্ঞান বিনিময়ে এডিবির উদ্যোগ
কয়েক দশকের মধ্যে রূপার দাম সর্বোচ্চ, প্রতি আউন্স ৫০ ডলারের ওপরে
নাটোরে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড 
আজারবাইজানি বিমান দুর্ঘটনায় রাশিয়ার ভূমিকা স্বীকার করলেন পুতিন
১০