সিরাজগঞ্জে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৬:২৬ আপডেট: : ১৫ মে ২০২৫, ১৬:৪৭
সিরাজগঞ্জে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত -ছবি : বাসস

সিরাজগঞ্জ, ১৫ মে ২০২৫ (বাসস) : যুব উন্নয়ন  প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়ন অধিদপ্তর এবং সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় অনূর্ধ্ব-১৬ বালকদের ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা গতকাল শেষ হয়েছে।  

ভলিবল প্রতিযোগিতায় সিরাজগঞ্জ কালেক্টরেট  স্কুল এন্ড কলেজকে পরাজিত করে কাজিপুর উপজেলা মেঘাই ইউসুফ  উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের (ঢাকা) পরিচালক(দারিদ্র্য বিমোচন ও ঋণ) প্রিয়সিন্ধু তালুকদার।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো: নুরে এলাহী।  এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো: শরীফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন এর উপ পরিচালক মো: ফারুক  আহামেদ, প্রেস ক্লাবের সভাপতি মো: হারুন অর রশিদ খান হাসান। এছাড়াও যুব উন্নয়নের সহকারী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড়বৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 

৪ টি দলের ব্যাডমিন্টন খেলোয়াড় সহ মোট ৪৮ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নেয়।

বিকেলে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি, মেডেল বিতরন করা হয়। 

খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন সাবেক ভলিবল খেলোয়াড় ও জেলা ভলিবল কোচ আব্দুল্লাহ আল মাহমুদ এবং  সহকারী শিক্ষক খোকন।  ব্যাডমিন্টন খেলা পরিচালনা করেন পাইকপাড়া বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জনাব মো:  হাফিজুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০