সিরাজগঞ্জ, ১৭ মে ২০২৫ (বাসস) : সিরাজগঞ্জ শহিদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ গতকাল শেষ হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থা সাবেক সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ খান হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো: নূরে এলাহী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায় বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদেরকে মাদকসহ সব অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে। তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে আসতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে।
ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড়রা তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারবে। আজকে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ফুটবল প্রশিক্ষণ সফলভাবে শেষ হলো। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরো সুন্দরভাবে আয়োজনের চেষ্টা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মো: আবুল হাশেম।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফুটবল কোচ রেজাউল করিম খোকন, এ্যাথলেটিকস কোচ মো: জাহাঙ্গীর আলম, সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় ও সহকারী কোচ মো: হামিদুল হক, জাতীয় দলের সাবেক ফুটবলার সজিব সিরাজী।
ক্রীড়া পরিদপ্তরের এই ফুটবল প্রশিক্ষণে ৪০ জন অংশগ্রহণ করেছে।