সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ : যশোরে ইয়েস কার্ড পেল চার ৫৯ জন

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ২০:২২ আপডেট: : ১৮ জুন ২০২৫, ২০:২৫

যশোর, ১৮ জুন ২০২৫ (বাসস) : ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতায় যশোর থেকে ‘ইয়েস কার্ড’ পেয়েছেন চার জেলার ৫৯ জন ক্ষুদে সাঁতারু। ইয়েস কার্ড পাওয়াদের মধ্যে ৪৩ জন বালক এবং ১৬ জন বালিকা।

আজ বুধবার সকাল থেকে যশোর জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলে যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার দুই শতাধিক ক্ষুদে সাঁতারুর মধ্য থেকে সেরা ৫৯ জনকে বাছাই করা হয়।

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী ও সম্ভাবনাময়ী ক্ষুদে সাঁতারুদের খুঁজে বের করতে বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় বাংলাদেশ সুইমিং ফেডারেশন এই ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের আয়োজন করেছে।

বাছাই শেষে বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তীর্ণ সাঁতারুদের মাঝে ইয়েস কার্ড প্রদান করেন যশোরের জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন নৌবাহিনীর লে. কমান্ডার ফাহিম আহমদ, যশোর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সদস্য মাহাবুবুর রহমান, নাজিম উদ্দিন, স্পন্সর প্রতিষ্ঠান প্রাইম ব্যাংকের যশোর শাখার ম্যানেজার মোস্তফা মাহমুদ।

প্রধান অতিথি বক্তব্যে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, সাঁতার শুধু একটি খেলা নয়, জীবন বাঁচানোর কৌশলও। তিনি বলেন, প্রতিবছর অনেক শিশু পানিতে ডুবে মারা যায় সাঁতার না জানার কারণে। তৃণমূল পর্যায়ে এ ধরণের আয়োজন একদিকে যেমন শিশু-কিশোরদের সাঁতার শেখার আগ্রহ সৃষ্টি করবে, তেমনি দেশও মেধাবী সাঁতারুদের খুঁজে পাবে।

‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রোগ্রামের আয়োজকরা জানিয়েছেন, সারাদেশে ১৫টি ভেন্যুতে ৬৪ জেলার ক্ষুদে সাঁতারুদের বাছাই করা হচ্ছে। এর মাধ্যমে প্রথম পর্যায়ে ছয়শ’ উদীয়মান ক্ষুদে সাঁতারু নির্বাচন করা হবে। পরে তাদেরকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযুক্ত করে গড়ে তোলা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করায় মামলা: প্রধান আসামি এক্টিভিস্ট মুজতবা খন্দকার
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
১০