সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ : যশোরে ইয়েস কার্ড পেল চার ৫৯ জন

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ২০:২২ আপডেট: : ১৮ জুন ২০২৫, ২০:২৫

যশোর, ১৮ জুন ২০২৫ (বাসস) : ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতায় যশোর থেকে ‘ইয়েস কার্ড’ পেয়েছেন চার জেলার ৫৯ জন ক্ষুদে সাঁতারু। ইয়েস কার্ড পাওয়াদের মধ্যে ৪৩ জন বালক এবং ১৬ জন বালিকা।

আজ বুধবার সকাল থেকে যশোর জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলে যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার দুই শতাধিক ক্ষুদে সাঁতারুর মধ্য থেকে সেরা ৫৯ জনকে বাছাই করা হয়।

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী ও সম্ভাবনাময়ী ক্ষুদে সাঁতারুদের খুঁজে বের করতে বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় বাংলাদেশ সুইমিং ফেডারেশন এই ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের আয়োজন করেছে।

বাছাই শেষে বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তীর্ণ সাঁতারুদের মাঝে ইয়েস কার্ড প্রদান করেন যশোরের জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন নৌবাহিনীর লে. কমান্ডার ফাহিম আহমদ, যশোর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সদস্য মাহাবুবুর রহমান, নাজিম উদ্দিন, স্পন্সর প্রতিষ্ঠান প্রাইম ব্যাংকের যশোর শাখার ম্যানেজার মোস্তফা মাহমুদ।

প্রধান অতিথি বক্তব্যে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, সাঁতার শুধু একটি খেলা নয়, জীবন বাঁচানোর কৌশলও। তিনি বলেন, প্রতিবছর অনেক শিশু পানিতে ডুবে মারা যায় সাঁতার না জানার কারণে। তৃণমূল পর্যায়ে এ ধরণের আয়োজন একদিকে যেমন শিশু-কিশোরদের সাঁতার শেখার আগ্রহ সৃষ্টি করবে, তেমনি দেশও মেধাবী সাঁতারুদের খুঁজে পাবে।

‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রোগ্রামের আয়োজকরা জানিয়েছেন, সারাদেশে ১৫টি ভেন্যুতে ৬৪ জেলার ক্ষুদে সাঁতারুদের বাছাই করা হচ্ছে। এর মাধ্যমে প্রথম পর্যায়ে ছয়শ’ উদীয়মান ক্ষুদে সাঁতারু নির্বাচন করা হবে। পরে তাদেরকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযুক্ত করে গড়ে তোলা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা
চট্টগ্রামে নানা অনিয়মের দায়ে চার প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা চসিকের
পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
বিজিবির অভিযানে ১৭৭ কোটি ২১ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৩১ বিলিয়ন ডলার
হোন্ডা-গুন্ডার রাজনীতি আর চলবে না : হাসনাত আব্দুল্লাহ
বদরুদ্দীন উমরের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক
সাতক্ষীরার সীমান্ত থেকে ভারতীয় ওষুধ ও শাড়ি জব্দ
যেকোনো বিশৃঙ্খলা এড়াতে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ
নুরাল পাগলার দরবারে হামলা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় ৭ জন গ্রেফতার : উপ-প্রেস সচিব
১০